ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:১৯ পিএম

ছবি : সংগৃহীত
মানিকগঞ্জে বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ড ও নাশকতা মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ ডিসেম্বর) সদর থানার ওসি এসএম আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার রাতে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
আল মামুন মানিকগঞ্জ সদর উপজেলার তরাঘাট মিল্কভিটা এলাকার মো. আব্দুল মতিন মোল্লার ছেলে। ছাত্রলীগ নেতার বাবা সদর উপজেলার দীঘি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।
এই সাবেক চেয়ারম্যান একই মামলায় এজাহারভুক্ত আসামি।
পুলিশ জানায়, জেলা বিএনপি কার্যালয় পোড়ানো ও নাশকতার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের পৌর শাখার আহ্বায়ক অ্যাড. মুরাদ হোসেন ২৫ সেপ্টেম্বর সদর থানায় একটি মামলা করেন।
এ মামলায় ৯১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫০ জনকে আসামি করা হয়।
এ বিষয়ে ওসি আমান উল্লাহ বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মামুনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানোর কথা রয়েছে।