আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৬ পিএম

ছবি : সংগৃহীত
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মহালছড়ি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে মহালছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার রাতে র্যাব-৭ অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। জসিম উদ্দিনকে গ্রেপ্তারের পর মহালছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রভাবশালী ক্ষমতার অপব্যবহার ও ঠিকাদারি কাজে এ নেতার বিরুদ্ধে নানা অনিয়মসহ নানা অভিযোগ রয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, জসিম উদ্দিনকে ইতোমধ্যে মহালছড়ি থানা থেকে খাগড়াছড়ি কোর্টে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মহালছড়ি থানায় দুটি মামলা রয়েছে।
আরো পড়ুন : ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার
এ ছাড়া জেলার অন্য থানায় কোনো মামলা রয়েছে কি না তা খোঁজখবর নেয়া হচ্ছে।