ভবনের ছাদ থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:২৫ এএম

ছবি : প্রতীকী ছবি
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) বিকাল পৌনে ৪টায় ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম ঘটনার বিষয়ে নিশ্চিত করে বলেন, আমরা টিম পাঠিয়েছিলাম। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ভিকটিমদের স্থানীয়রা নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাদের মৃত্যু হয়েছে। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করছি।
মৃত ব্যক্তিরা হলেন- নীলফামারীর ডিমলা উপজেলার মৃত ভেজাল বর্মণের ছেলে ছায়া পদ (৪৫) ও একই এলাকার হরিসের ছেলে নীল দাস (৬০)।
পুলিশ জানায়, ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী পুকুরপাড় এলাকার ফয়সাল আহমেদ নামক এক ব্যক্তির মালিকানাধীন ৬ তলা ভবনে নির্মাণ শ্রমিক হিসেবে তারা কাজ করতো। কাজের ফাঁকে ৩ তলার ছাদ থেকে পড়ে বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে তাদের নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
ওসি আরো বলেন, মালিক আটক হয়েছে কিনা জানতে চাইলে আমরা কাউকেই পাইনি। হয়তো তারাই হাসপাতালে নিয়ে গেছে। আর কেউ অভিযোগ করতে আসেনি। অভিযোগ করলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।