বাহারের নির্দেশে গুলিতে ঝাঁজরা, চোখ হারিয়ে আদালতে মামলা

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:৩১ পিএম

ছবি: সংগৃহীত
কুমিল্লার সাবেক এমপি ও মহাননগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহারকে প্রধান আসামি করে কুমিল্লার আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৯ নম্বর আমলি আদালতে মোহাম্মদ গোলাম মোস্তফা নামের এক বিএনপি নেতা মামলাটি করেন। মামলাটি আমলে নিয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে এফআইআর হিসেবে রেকর্ড করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক দিদারুল আহমেদ। মামলায় ৬৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামাপরিচয় আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী চৌধুরী মোহাম্মদ ফাহাদ সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন। মামলার বাদী গোলাম মোস্তফা কুমিল্লা সিটি কপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি এবং কুমিল্লা কোটবাড়ি এলাকার ফার্নিচার ব্যবসায়ী। চোখ হারানো গুলিবিদ্ধ সাগর তার দোকানের কর্মচারী ছিলেন। তিনি দেবীদ্বার উপজেলার জাফরাবাদ গ্রামের আবদুল মমিনের ছেলে।
মামলায় ৩ নম্বর আসামি করা হয়েছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলুকে। অপর আসামিদের বেশিরভাগই আওয়ামী লীগ ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী। আর এদের বেশিরভাগই আ ক ম বাহাউদ্দিনের অনুসারী।
আইনজীবী চৌধুরী মুহাম্মদ আহাদ বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে আগামী সাত দিনের মধ্যে এফআইআর করতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। আশা করি, সাগর আদালতে ন্যায়বিচার পাবে।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আদালতের নির্দেশনাটি এখনো আমাদের হাতে পৌঁছায়নি। মামলার কপি হাতে পেলে নির্দেশ মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।