×

সারাদেশ

প্যারোলে মুক্তি মেলেনি, কারাগারেই বাবার জানাজা পড়লেন চেয়ারম্যান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ১১:৪৪ এএম

প্যারোলে মুক্তি মেলেনি, কারাগারেই বাবার জানাজা পড়লেন চেয়ারম্যান

ছবি : সংগৃহীত

   

বাবার জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন কারাবন্দি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল হুদা রুবেল। শেষ পর্যন্ত তিনি প্যারোলে মুক্তি পাননি। তবে তার বাবার মরদেহ কারাগারের ভেতরে এনে তাকে শেষবারের মতো দেখা ও জানাজার সুযোগ করে দিয়েছে কারা কর্তৃপক্ষ।

কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মিজাবে রহমত জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতামত নিয়ে নিরাপত্তার স্বার্থে আবেদনটি নামঞ্জুর করা হয়। একইসঙ্গে গ্রেপ্তার ব্যক্তিকে তার মৃত বাবাকে কারাগারে দেখানোর ব্যবস্থা করতে কারা কর্তৃপক্ষকে বলা হয়। পরে সর্বোচ্চ নিরাপত্তায় মৃত বাবাকে শেষবারের মতো দেখতে ও জানাজায় অংশ নিতে মরদেহ কারাগারে আনা হয়।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলগেট থেকে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি কারাগারের ভেতরে নিয়ে যায় কারা কর্তৃপক্ষ। পরে সেখানে বাবাকে শেষবারের মতো দেখেন ও জানাজা পড়েন চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল।

পরিবার সূত্রে জানা যায়, রুবেলের বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে রবিবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সোমবার বাদ আছর নিজ এলাকায় বাবার জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসক বরাবর একটি আবেদন করেন নাজমুল হুদা রুবেলের আইনজীবী সুজিত কুমার দে।

রুবেলের মা নূর জাহান বেগম বলেন, আমরা অনেক চেষ্টা করেও অল্প সময়ের জন্য ছেলের মুক্তির ব্যবস্থা করতে পারিনি। এরপর প্রশাসন থেকে কারাগারে দেখা ও জানাজার ব্যবস্থা করেছে। ছেলেকে একনজর দেখানোর জন্য‌ তার বাবার মরদেহ নিয়ে এসেছি। পরে বাড়িতে দ্বিতীয় জানাজা হয়েছে।

প্রসঙ্গত, গত ২ নভেম্বর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা মামলায় চেয়ারম্যান নাজমুল হুদা রুবেলকে গ্রেপ্তার করে র‌্যাব। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলাসহ বিভিন্ন অভিযোগে আওয়ামী লীগ সমর্থিত এই চেয়ারম্যানের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।






সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App