ভাঙ্গায় বাসের ধাক্কায় নিহত ২

কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ০৩:৩৮ পিএম

ছবি : প্রতীকী ছবি
ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের উপজেলার চান্দ্রা ইউনিয়নের পুলিয়ায় একটি ট্রাককে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ট্রাকচালক ও বাসের হেলপার নিহত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের উপজেলার চান্দ্রা ইউনিয়নের পুলিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, বুধবার ভোর পৌনে ৫টার দিকে খুলনা থেকে ঢাকাগামী পূর্বাশা পরিবহনের যাত্রীবাহী একটি বাস একটি ট্রাককে পেছন দিক থেকে ধাক্কা দিলে ট্রাকের চালক নুর আলম (২৬) ও যাত্রীবাহী বাসের হেলপার কাদের মিয়া (২৫) গুরুতর আহত হন। শিবচর হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন।
নিহত ট্রাক চালক নুর আলম মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাচামারা গ্রামের আইয়ুব আলী মিয়ার ছেলে।
আরো পড়ুন : রূপগঞ্জে সড়কে প্রাণ গেলো ৩ জনের
অন্যদিকে নিহত বাসের হেলপার কাদের মিয়া ঝিনাইদহ জেলার সদর উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের মো. মফিজুল মালিতার ছেলে।
থানার এসআই তমাল সরকার জানান, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের পুলিয়া নামক স্থানে ঢাকামুখী পূর্বাশা পরিবহনের যাত্রীবাহী বাস একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে ট্রাকচালক ও বাসের হেলপার নিহত হয়। এ সময় দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে।