×

সারাদেশ

ফতুল্লায় থার্টিফার্স্ট নাইটে যুবককে কুপিয়ে হত্যা, আহত ৫

Icon

নারায়ণগঞ্জ প্রতি‌নি‌ধি

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ০৩:৫১ পিএম

ফতুল্লায় থার্টিফার্স্ট নাইটে যুবককে কুপিয়ে হত্যা, আহত ৫

ছবি : প্রতীকী ছবি

   

নারায়ণগঞ্জের ফতুল্লায় থার্টিফার্স্ট নাইটের কনসার্টকে ঘিরে দুই গ্রুপের সংঘর্ষে হৃদয় (২০) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরো অন্তত পাঁচজন আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর পাগলা বউ বাজার রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে থার্টিফার্স্ট নাইট উপলক্ষে পাগলা বউবাজার রেলস্টেশন সংলগ্ন খেলার মাঠে দুই গুরু ডিজে পার্টি ও কনসার্টের আয়োজন করেন। ডিজে পার্টি ও কনসার্টের মঞ্চে ওঠা নিয়ে কিশোর গ্রুপের দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় ঘটনায় বউ বাজার মাঠাপট্টি এলাকার হাবিবুর রহমান হাওলাদারের ছেলে হৃদয়কে সুইচ গিয়ার দিয়ে বুকের মধ্যে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করলে ঢাকা মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ছাড়া এলোপাথাড়ি ছুরিকাঘাতে আরো আহত হয় সানি (২০) আপন (২১) রাব্বিসহ (২৫) পাঁচজন । আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । ঘটনার পরপরই ঘটনাস্থলে নারায়ণগঞ্জের র‍্যাব-১১ ও ফতুল্লা মডেল থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনা এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

আরো পড়ুন : স্ত্রীর প্রেমিককে কোপালেন স্বামী

ফতুলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, ডিজে পার্টির মঞ্চে ওঠা নিয়ে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এরই জের ধরে এক গ্রুপ ধারারো অস্ত্র নিয়ে আরেক গ্রুপের উপর হামলা চালায় । এতে হৃদয় নামে এক কিশোর মারা যায়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কিশোর গ্যাংয়ের সদস্য হাসিব, তলাম, আসিফসহ কয়েকজন কিশোরের নামোল্লেখ করে মামলা দায়ের প্রস্তুতি চলছে। পুলিশ জড়িতদের চিহ্নিত করে দোষীদের গ্রেপ্তারের জন্য চেষ্টা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App