বাউফলে দোকানে ডাকাতি, মালিককে অপহরণ!

অতুল পাল : বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১০:২৯ এএম

ছবি : ভোরের কাগজ
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরের শিবানন্দ রায় বণিকের (শিবু বণিক) (৭৮) নামের এক ব্যবসায়ীর দোকানে অস্ত্রের মুখে ডাকাতি করে ৫ লক্ষাধিক টাকাসহ তাকে অপহরণ করে নিয়ে গেছে।
শুক্রবার (৩ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে কালাইয়া বন্দরের মহাজন পট্টিতে এ ঘটনা ঘটেছে।
ব্যবসায়ী শিবু বণিকের অপহরণের প্রতিবাদে এবং ব্যবসায়ীদের নিরাপত্তার দাবি করে কালাইয়া বন্দরের প্রায় ৩ হাজার ছোট-বড় দোকান-পাট শনিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছেন। বেলা ১১টার দিকে সহাস্রাধিক ব্যবসায়ীরা কালাইয়া বাজারে বিক্ষোভ শুরু করেছে। এক পর্যায়ে বিক্ষোভকারীরা কালাইয়া নৌপুলিশ থানায় ঢুকে পড়ে শিবু বণিকের অক্ষত অবস্থায় উদ্ধারের দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন। শিবু বণিককে উদ্ধার না হওয়া পর্যন্ত অনির্দিষ্ট সময়ের জন্য দোকান-পাট বন্ধ রাখাসহ অন্যান্য কর্মসূচি ঘোষণা করতে বেলা ১টায় মানববন্ধন করার সিদ্ধান্ত নেয়।
এমতবস্থায় বেলা ১২টার দিকে পটুয়াখালী জেলা পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসবেন বলে বিক্ষোভকারীদের আশ্বস্ত করে রেখেছেন বাউফল থানার ওসি মো. কামাল হোসেন।
খবর পেয়ে বাউফল থানার ওসিসহ কয়েকজন পুলিশ এবং কালাইয়া নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে আসে। প্রায় ঘণ্টাখানেক পরে একটি স্পিডবোর্ড নিয়ে পুলিশের একটি দল তেঁতুলিয়া নদীতে গিয়ে তল্লাশি চালায়। শনিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা পর্যন্ত শিবু বণিককে অপহরণ করা ট্রলার, ডাকাত এবং শিবু বণিকের কোনো খোঁজখবর পাওয়া যায়নি।
এদিকে স্বজনরা নৌকা ট্রলার নিয়ে নদীর দুই পাশের চরাঞ্চলে খোঁজাখুঁজি অব্যাহত রেখেছে। কালাইয়া বাজারে ডাকাতির খবর ছড়িয়ে পড়লে বন্দরের প্রায় পাঁচ শতাধিক ব্যবসায়ী আতঙ্কিত হয়ে নির্ঘুম রাত কাটায়।
বাউফল থানার ওসি মো. কামাল হোসেন জানান, শিবু বণিককে উদ্ধারে রাত থেকেই অভিযান অব্যাহত রয়েছে।