ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ০৮:২৪ পিএম

ছবি: সংগৃহীত
টাঙ্গাইলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও ঝটিকা মিছিল করায় পুলিশ দু’জনকে গ্রেপ্তার করেছে। শনিবার (৪ জানুয়ারি) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া দু’জন হলেন- টাঙ্গাইল সদর পৌরসভার ৯নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আশিক হাসান মুন্না ও যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত।
জানা গেছে, ওই দিন ভোরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল শহর ছাত্রলীগের সভাপতি মীর ওয়াছেদুল হক ওরফে তানজীলের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী ঝটিকা মিছিল করেন। পরে শহরের মেইন রোডে অবস্থিত শেখ মুজিবুর রহমানে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে তারা পালিয়ে যান। পরে রাতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
স্থানীয়রা জানায়, সকালে হঠাৎ করেই বড় মসজিদ রোড থেকে একদল লোক ঝটিকা মিছিল নিয়ে আওয়ামী লীগের অফিসের দিকে যায়। পরে সেখানে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে চলে যায়। মীর ওয়াছেদুল হকসহ মিছিলে অংশ নেয়া অনেকে নিষিদ্ধ ছাত্রলীগের টাঙ্গাইল শহর শাখার নেতাকর্মী। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিছিলে অংশ নেয়া শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। এছাড়া গত ৫ আগস্ট সরকার পতনের পর তারা আত্মগোপনে ছিলেন।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমেদ বলেন, পুলিশের বিশেষ অভিযানে রাতে পৌর এলাকা থেকে ছাত্রলীগের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুজনের নামে মামলা রয়েছে। রবিবার (৫ জানুয়ারি) তাদের আদালতে সোপর্দ করা হবে।