×

সারাদেশ

মৃত্যুর দুই দিন পর বাংলাদেশির মরদেহ ফেরত দিলো বিএসএফ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১০:৩৭ পিএম

মৃত্যুর দুই দিন পর বাংলাদেশির মরদেহ ফেরত দিলো বিএসএফ

ছবি: সংগৃহীত

   

মৃত্যুর দুইদিন পর বাংলাদেশি নাগরিক জহুর আলীর (৬০) মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় হবিগঞ্জের চুনারুঘাট বাল্লা সীমান্ত দিয়ে মরদেহটি হন্তান্তর করা হয়। এ সময় বাংলাদেশ-ভারত বাল্লা সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে ভারতীয় পুলিশ বাংলাদেশ পুলিশের কাছে মরদেহটি হস্তান্তর করে।

নিহত জহুর আলী চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের পশ্চিম ডুলনা গ্রামের মুনছব উল্যার ছেলে। এর আগে নিখোঁজের পরদিন অর্থ্যাৎ মঙ্গলবার (৭ জানুয়ারি) ভারত সীমান্তে জহুর আলীর মরদেহ উদ্ধার করে খোয়াই থানা পুলিশ।

চুনারুঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, বাল্লা সীমান্তে বিজিবি, বিএসএফ ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে খোয়াই থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা শুভঙ্কর দেব বর্মা জহুর আলীর মরদেহ আমাদের কাছে হস্তান্তর করেছে। ভারতীয় পুলিশের বরাতে তিনি বলেন, জহুর আলীর দেহে গুরুতর কোন জখম নেই। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

এর আগে  ৪ জানুয়ারি ৫ দিনের ছুটিতে নিজ বাড়ি পশ্চিম ডুলনায় আসেন জহুর আলী। ৫ জানুয়ারি সন্ধ্যায় তিনি নিজ বাড়ি থেকে লুঙ্গি বিক্রির জন্য বের হন। পরবর্তীতে অনেক সময় অতিবাহিত হওয়ার পরও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন।

সবশেষ মঙ্গলবার (৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে জানতে পারেন ভারতের সীমান্তবর্তী গৌড় নগর এলাকায় একটি লাশের সন্ধান পাওয়া যায়। লাশটি ভারতের খোয়াই টাউন পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খোয়াই টাউন সরকারি হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আনুষ্ঠানিকতা সম্পন্ন শেষে বৃহস্পতিবার জহুর আলীর মরদেহ ফেরত দেয় বিএসএফ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App