কোটি টাকার অবৈধ সম্পত্তি ভেঙে দিলো রেল বিভাগ

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৩:০৬ পিএম

ছবি : ভোরের কাগজ
লালমনিরহাট জেলার বিডিআর গেটের আওয়ামী লীগ নেতার দখলকৃত কোটি টাকার অবৈধ মার্কেট ভেঙে দিয়েছে রেলওয়ে বিভাগ লালমনিরহাট।
(১২ জানুয়ারি) রবিবার সারাদিন ধরে লালমনিরহাট শহরের বিডিআর গেটের দখলকৃত এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। লালমনিরহাটের দায়িত্ব থাকা রেলওয়ে সহকারী স্টেট অফিসার আব্দুর রাজ্জাক।
রেল বিভাগ সূত্রে জানা গেছে, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পদক প্রয়াত জহুরুল হক মামুন ও সাবেক ছাত্রলীগ নেতা এরশাদ হোসেন জাহাঙ্গীরের দখলে থাকা এসব মার্কেট ও ১৭টি দোকান উচ্ছেদ করা হয়।
লালমনিরহাটনভূতত্বত্ত বিভাগ বলেন বিডিআর গেট লালমনিরহাটের বাণিজ্যের প্রাণকেন্দ্র । এলাকার যানজট নিরসনে সড়কের পাশে কিছু জায়গা খোলা রাখেন রেলওয়ে বিভাগ । এই সুযোগ কাজে লাগিয়ে রেলের এই ফাঁকা জায়গায় অবৈধভাবে গড়ে তোলা হয় মার্কেট ও দোকানপাট। এর পরে ১/১১ এর সময় যৌথবাহিনী সবকিছু গুঁড়িয়ে দিলে জায়গাটি দখলমুক্ত হয় ।
আরো পড়ুন : লালমনিরহাটে ট্রাক উল্টে নারীর মৃত্যু
এদিকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দলের প্রভাব খাটিয়ে রেলওয়ের সেই জায়গা সুকৌশলে দখলে নেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সেই সময়ের প্রচার সম্পদক জহুরুল হক মামুন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা এরশাদ হোসেন জাহাঙ্গীর।
এক পর্যায়ে রেলের দখল করা জায়গা ভাগাভাগি করে সেখানে বিশাল মার্কেট গড়ে তোলেন। সেই থেকে কয়েক দফায় অবৈধ স্থাপনা ভেঙে দেয়ার জন্য চিঠি পাঠায় রেলওয়ে বিভাগ। কিন্তু আ.লীগ সরকারের ক্ষমতার প্রভাবে অদৃশ্য শক্তির হস্তক্ষেপে সেই চিঠি কার্যক্রম বাস্তবায়ন সফল হয়নি।
অবশেষে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে অনেক নেতাকর্মী সটকে পড়েন। এরপর সেই চিঠির কার্যক্রম শুরু হয়। এরই ধারাবাহিকতায় রবিবার দিনভর উচ্ছেদ অভিযান পরিচালনা করে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে বিভাগ।
এদিকে দীর্ঘদিন ধরে আ.লীগ নেতাদের দখলে থাকা অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করায় সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে। এমন মহতি কার্যক্রমের জন্য অন্তর্বর্তীকালীন সরকার ও রেলওয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন তারা।