বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা, ৩ বন্ধু আটক

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০২:২১ পিএম

ছবি : প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উত্তর কলাউজানে জাহেদ (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে কলাউজান ৩নং ওয়ার্ডের লালামার ঘাটা থেকে লাশ উদ্ধার করা হয়। জাহেদ রুসুলাবাদ পাড়ার কোরবার আলীর পুত্র। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহ ৩ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ ।
নিহত জাহেদের পিতা কোরবান আলী জানান আমার ছেলে পেশায় রাজমিস্ত্রী। রাতে অনলাইন বিটখেলা (জুয়া) খেলার জন্য জাহেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার বন্ধু ইমনসহ ৪ যুবক। এরপর রাতে আর বাড়িতে আসেনি।
সকালে খবর পাই জাহেদকে কারা মেরে ফেলে গেছে। আমার ছেলের সঙ্গে কারো শত্রুতা নেই। মূলত মোবাইলে থাকা টাকা ও মোবাইলের জন্য আমার ছেলেকে হত্যা করেছে । আমি এর বিচার চাই।
স্থানীয় ইউপি সদস্য বশিরুল আলম শরীফ জানান, সকালে জাহেদের মরদেহ দেখে পুলিশে খবর দিয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান , লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহতের বন্ধু ইমনসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।