×

সারাদেশ

মুজিবনগরে ১৮টি স্বর্ণের বারসহ ভারতীয় আটক

Icon

মুজিবনগর প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৩:০৪ পিএম

মুজিবনগরে ১৮টি স্বর্ণের বারসহ ভারতীয় আটক

ছবি : ভোরের কাগজ

   

মেহেরপুরের মুজিবনগর সীমান্তে ১৮টি স্বর্ণের বারসহ নূর হোসেন (৪৮) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় মুজিবনগর হেলিপ্যাড সংলগ্ন মাঠ থেকে তাকে গ্রেপ্তার করে বিজিবি।

গ্রেপ্তারকৃত নূর হোসেন ভারতের নদীয়া জেলার চাপড়া থানার হৃদয়পুর গ্রামের মৃত সোনাই শেখের ছেলে।

মুজিবনগর বিওপির টহল কমান্ডার হাবিলদার  রফিকুল ইসলাম বলেন, মুজিবনগর সীমান্তের ১০৪/৫ এস নং পিলার এলাকায় ভারতীয় এক নাগরিক স্বর্ণ পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে লে. কর্নেল সাইদ মোহাম্মদ জাহিদুর রহমান, এর তত্ত্বাবধায়নে কোম্পানি কমান্ডার সুবেদার জামাল হোসেনসহ বিজিবি সদস্যরা আগে থেকে অবস্থান নেয়। বিজিবি টহল দল সন্দেহভাজন এক ব্যক্তিকে হেঁটে উক্ত এলাকা দিয়ে সীমান্তের দিকে যেতে দেখে চ্যালেঞ্জ করে। বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি ভারতের অভ্যন্তরে দৌড়ে পালানোর চেষ্টা করলে টহল দল তাকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে তার পরিচয় নিশ্চিত করে। গ্রেপ্তারকৃত নূর হোসেনের কোমরের সঙ্গে প্যান্টের ভেতর স্কচটেপ মোড়ানো ৩টি প্যাকেট উদ্ধার করে। ওই প্যাকেটের থেকে ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২ কেজি ১৮ গ্রাম।

এ ঘটনায় হাবিলদার  রফিকুল ইসলাম বাদী হয়ে মুজিবনগর থানায় মামলা দায়ের  এবং থানায় হস্তান্তর পূর্বক জব্দকৃত স্বর্ণের বারগুলি মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।

মুজিবনগর বিওপির টহল কমান্ডার হাবিলদার  রফিকুল ইসলাম আরো জানান, চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান,পিবিজিএম, পিএসসির পরিকল্পনা এবং দিক-নির্দেশনা মোতাবেক এই সফল অভিযান পরিচালনা করা হয়। 


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App