সোনাগাজীতে নদী খনন দাবিতে মানববন্ধন

সৈয়দ মনির আহমদ, সোনাগাজী (ফেনী)
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৪:২৬ পিএম

ছবি : ভোরের কাগজ
মুহুরী নদীর মূল গতিপথে চর জেগে উঠায় ফেনীর সোনাগাজী অংশে ভাঙন দেখা দিয়েছে। এতে উপজেলার পূর্ব সোনাপুর, কলমিরচর, চর কৃঞ্চজয়, চর ডুব্বা ও গুচ্ছগ্রাম এলাকার সহস্রাধিক বাড়িঘর এবং হাজারো একর কৃষি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। দ্রুত সময়ের মধ্যে মুহুরী নদীর সোনাগাজী অংশের খননের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে গুচ্ছগ্রামে অনুষ্ঠিত এ মানববন্ধনে ঘর বাড়ি ও কৃষিজমি হারানো ক্ষতিগ্রস্ত পরিবার এবং এলাকার সর্বস্তরের লোকজন অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি নুর উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাহাবুদ্দিন, আমিরাবাদ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান ফরায়েজি, নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত শাহপরান, স্বপন মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, মুহুরী নদীর মূল গতিপথে চর জেগে উঠায় সোনাগাজী অংশে নদী ভাঙন সৃষ্টি হয়েছে। গত দুই বছরে হাজারো পরিবারের বাড়িঘর ও কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বারবার পানি উন্নয়ন বোর্ডের কর্তা ব্যক্তিদের অবহিত করেও কোনো প্রতিকার পায়নি ক্ষতিগ্রস্তরা। নদীর মূল গতিপথে খনন করে পানি চলাচলের পথ স্বাভাবিক করে দিলে নদী ভাঙন বন্ধ হবে বলে জানিয়েছেন তারা।