লালমনিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রবিউল ইসলাম বাবুল, লালমনিরহাট
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৯:১৯ পিএম

ছবি: প্রতীকী
লালমনিরহাটের পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে রাজু হোসেন নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ার হাট কামাত এলাকায় নিজ পুকুরের পানিতে ডুবে শিশুটি মারা যায়।
শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের ইউপি (সদস্য) ফরহাদ হোসেন লিটন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, শিশুটির দাদী শিশুটিকে সামনে খেলতে দেখে গরুকে পানি খাওয়াচ্ছিলেন। পরিবারের অন্যরা সদস্যরা নিজ বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। এসময় ছোট্ট রাজু বাইরে খেলা করছিল। কিছুক্ষণ পর রাজুকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন দাদি। খোঁজাখুজির একপর্যায়ে বাড়ির পাশে পুকুরের পানিতে রাজুকে ভাসতে দেখে পরিবারের লোকজন। পরে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে পরিবারের লোকজন।
এ বিষয়ে শ্রীরামপুর ইউনিয়নের ওয়ার্ডের ইউপি (সদস্য) ফরহাদ হোসেন লিটন বলেন, পুকুরের পানিতে ডুবে রাজু নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি দুঃখজনক। এমন ঘটনা যেন ভবিষ্যতে অন্য কোনো পরিবারে না ঘটে সে বিষয়ে প্রত্যেক পরিবারের সদস্যকে সচেতন থাকার জন্য বিনীত অনুরোধ করেন তিনি।
পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুকুরের পানিতে ডুবে রাজু নামের একটি শিশুর মৃত্যু হয়েছে।