মাটির নিচ থেকে ভেসে আসছিল নবজাতকের কান্না, অতঃপর...

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১১:৪৫ এএম

ছবি : সংগৃহীত
ঢাকার অদূরে গাজীপুরে মাটির নিচে চাপা দেয়া অবস্থায় কান্নারত এক নবজাতককে উদ্ধার করেছে স্থানীয়রা। বুধবার (১৫ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোবারক হোসেন। তবে নবজাতকটিকে শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, সোমবার গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের শিরিরচালা এলাকার সামিট ক্যাডেট একাডেমির পেছনের মাঠের পাশে শিশুরা খেলা করছিল। হঠাৎ মাটির নিচ থেকে ভেসে আসা এক নবজাতকের কান্নার শব্দ শুনতে পায় তারা। এরপর কান্নার শব্দ ধীরে ধীরে বাড়তে থাকলে শিশুরা আশপাশের লোকজনকে ডেকে আনে। পরে তারা মাটির নিচে উবু করে চাপা দেয়া অবস্থায় এক নবজাতককে দেখতে পায়। দ্রুত মাটি সরিয়ে নবজাতককে উদ্ধার করেন তারা।
স্থানীয় স্বপ্না বেগম বলেন, আমাদের বাড়ির কাছে মাঠে ছোট শিশুরা খেলা করছিল। হঠাৎ তারা মাটির নিচ থেকে কান্নার শব্দ শুনতে পায়। তখন তারা সেখানে গিয়ে রক্তাক্ত অবস্থায় নবজাতককে মাটির নিচে উবু হয়ে পড়ে থাকতে দেখে। তখনো সে কান্না করছিল। তার নাড়িও কাটা হয়নি। আমরা কয়েকজন মিলে দ্রুত শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এসে পরিষ্কার করি, বুকের দুধ পান করায়। পরে একটি হাসপাতালে নিয়ে ভর্তি করি। তবে অনেক খুঁজেও নবজাতকটির বাবা-মায়ের সন্ধান পাইনি। শেষ পর্যন্ত বাঁচানোও যায়নি শিশুটিকে।
মঙ্গলবার রাতে জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম বলেন, ‘স্বপ্না বেগম শিশুটিকে উদ্ধারের পর সেবা দিয়ে খানিকটা সুস্থ করে থানায় নিয়ে আসেন। পরে আমরা সমাজসেবা কর্মকর্তাকে বিষয়টি জানায়।’
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোবারক হোসেন বলেন, ‘আমরা নবজাতককে গ্রহণ করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। সোমবার রাতেই সে মারা যায়। মরদেহ মর্গে রয়েছে।’