সিদ্ধিরগঞ্জে কুনিং কারখানায় আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০৩:০৮ পিএম

ছবি : ভোরের কাগজ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি কুনিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কারখানার আশপাশে গার্মেন্টস ওয়েস্টেজের চারটি গুদাম ও বিভিন্ন প্রকার সামগ্রী পুড়ে গেছে।
বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৭টায় সিদ্ধিরগঞ্জ থানাধীর গোদনাইল এলাকাস্থ বউবাজার শান্তিনগর এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়রা জানান, শান্তিনগর এলাকায় নূর আলমের মালিকানাধীন একটি কুনিং কারখানায় আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশে অবস্থিত আলমগীর, মুসলিম, বাবুল ও হাসেমের মালিকানাধীন গার্মেন্টস ওয়েস্টেজের চারটি গুদামে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালায়।
ততক্ষণে আগুনে কুনিং কারখানা ও গুদামে মজুদ করা গার্মেন্টস ওয়েস্টেজ, রেজিন, প্যাকিং বক্স, পলিথিন, সুতার কোন এবং কেমিক্যালসহ বিভিন্ন প্রকার সামগ্রী পুড়ে যায়।
তারা আরো জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের মন্ডলপাড়া ও হাজীগঞ্জ স্টেশনের ছয়টি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। তাদের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৯টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফীন বলেন, আমরা সকাল ৭টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পাই। সঙ্গে সঙ্গে হাজীগঞ্জ ও মন্ডলপাড়া ফায়ার স্টেশন থেকে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পাঠাই। ঘটনাস্থলে এসে আমরা দেখেছি, রেজিন, প্যাকিং বক্স, কুনিং এবং কেমিক্যালসহ বিভিন্ন উপাদান এখানে পর্যাপ্ত পরিমাণে ছিল। সেই সঙ্গে আগুনের ভয়াবহতা ছিল অনেক বেশি। আমাদের ছয়টা ইউনিট দ্রুত আগুন নির্বাপণের চেষ্টা করেছি। শুরুতে পানির অনেক সংকট ছিল। পরে স্থানীয়দের সহায়তায় বিভিন্নভাবে পানির ব্যবস্থা করি।
তিনি আরো বলেন, সাড়ে ৯টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়রা আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করছে। যার ফলে আশপাশে বাড়ি ও কিছু প্রতিষ্ঠানকে আমরা রক্ষা করতে পেরেছি। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানানো হবে হলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।