×

সারাদেশ

দেশ ও জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে : গোলাম পর‌ওয়ার

Icon

সৈয়দ মনির আহমদ, সোনাগাজী (ফেনী)

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৩:৫৫ পিএম

দেশ ও জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে : গোলাম পর‌ওয়ার

ছবি : ভোরের কাগজ

   

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পর‌ওয়ার বলেছেন, আওয়ামী লীগ যে ভাষায় কথা বলতো এখন কেউ কেউ সে ভাষায় কথা বলছেন। তাদের বক্তব্যে ফ্যাসিবাদের গন্ধ পাওয়া যাচ্ছে। 

ফ্যাসিবাদী আওয়ামী লীগ হারিয়ে গেলেও দেশের বিরুদ্ধে এবং জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। ফ্যাসিবাদের পথে কেউ পা বাড়ালে তাদের‌ও আওয়ামী ফ্যাসিস্টদের কথা স্মরণ করা উচিত।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে ফেনীর আল জামেয়াতুল ফালাহীয়া মাদ্রাসা মাঠে জেলা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জেলা আমির মাওলানা মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রহিমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা অঞ্চলের টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, সাবেক জেলা আমির একেএম শামছুদ্দিন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ও ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অ্যাডভোকেট এএস‌এম কামাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলার অপর নায়েবে আমির মাওলানা মাহমুদুল হক। প্রারম্ভে দারসুল কুরআন পেশ করেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা অঞ্চলের টিম সদস্য মাওলানা আলাউদ্দিন।

সম্মেলনে প্রায় আট হাজার পুরুষ ও নারী সভাপতি অংশ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App