×

সারাদেশ

নীলফামারীতে ঘন কুয়াশায় বিমানসহ যান চলাচল বিঘ্নিত

Icon

মো. রাজীব চৌধুরী রাজু, নীলফামারী থেকে

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০৩:১৯ পিএম

নীলফামারীতে ঘন কুয়াশায় বিমানসহ যান চলাচল বিঘ্নিত

ছবি : প্রতিনিধি

   

নীলফামারীতে গত কয়েক দিন ধরে ক্রমেই বাড়ছে তীব্র শীত। ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে চারদিক। ফলে বিঘ্ন ঘটছে বিমানসহ সড়কে যান চলাচলে। ঠাণ্ডা হিমেল বাতাসে স্থবির হয়ে পড়েছে জনজীবন। বিপাকে পড়েছেন ছিন্নমূলসহ তিস্তা চরাঞ্চলের মানুষজন।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ ১২ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

জানতে চাইলে, সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, চলতি সপ্তাহে তাপমাত্রা ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। বাতাসের আর্দ্রতা ৯৫ শতাংশ ও দৃষ্টিসীমা ২০০ মিটারের মধ্যে রয়েছে। ঘন কুয়াশায় বিমান ওঠানামায় বিঘ্ন ঘটছে।

এদিকে আবহাওয়ার এই বাড়া-কমার এ লীলা-খেলায় স্থবির হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষের জনজীবন-জীবিকা। দিনের বেলায়ও দেখা মিলছে সুর্যের। ফলে হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে মোটরসাইকেলসহ দূরপাল্লার যানবাহনগুলো।

আরো পড়ুন : হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় লালমনিরহাটের জনজীবন বিপর্যস্ত

ঘন কুয়াশা আর ঠাণ্ডা বাতাস, সব মিলিয়ে চরম বিপাকে পড়েছেন এ অঞ্চলের খেটে খাওয়া মানুষ। শীতের তীব্রতা থেকে বাঁচতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন অনেকেই। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে জেলা শহরের পাঁচমাথা মোড় এলাকার রিকশাচালক আব্দুল মালেক বলেন, গত কয়েক দিন ধরে তীব্র শীত অনুভূত হচ্ছে। দিনের বেলায়ও দেখা মিলছে না সূর্যের। জীবিকার তাগিতে এই শীতেও রিকশা নিয়ে বাইরে এলেও শহরে লোক না থাকায় মিলছে না ভাড়াও। পরিবার নিয়ে ভীষণ দুশ্চিন্তায় রয়েছি।  

জেলা সদরের পঞ্চপুকুর বাজারের ভ্যান চালক আব্দুর রহিম বলেন, পরিবারের ৫ জন সদস্যের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আমি। তীব্র এই শীতে অলস সময় পার করছি।

যোগাযোগ করা হলে, নীলফামারীর জেলা প্রশাসক, মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, জেলার ছয় উপজেলায় ৪০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। বর্তমানে আরো ১০ হাজার কম্বলের চাহিদা পাঠানো হয়েছে। বরাদ্দটি পেলে প্রত্যেক উপজেলায় দ্রুত পাঠানো হবে। আশা করি, আবহাওয়ার পরিবর্তন হলে এ সমস্যা কেটে যাবে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App