ভোরের কাগজে সংবাদ প্রকাশের পর লৌহজং পিআইওকে শোকজ

তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০৩:৪৩ পিএম

ছবি : প্রতীকী ছবি
মুন্সীগঞ্জের লৌহজংয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস দুদিন ধরে তালাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে। ব্যাহত হচ্ছে দাপ্তরিক কার্যক্রম। অফিস কর্মকর্তাদের বের করে দিয়ে নিজেও খোলামনে ঘুরে বেড়াচ্ছেন লৌহজং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. শহিদুজ্জামান। এই শিরোনামে গত ১৪ জানুয়ারি সংবাদ প্রকাশ করে ভোরের কাগজ।
সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আনেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুবিনুর রহমান।
তথ্য সুত্রে জানা যায়, লৌহজং পিআইও কর্মকর্তার বিরুদ্ধে এমন সংবাদ প্রকাশের পর পরই তাকে কারন দর্শানোর নোটিস করা হয়। যা চলতি সপ্তাহের মধ্যেই জেলা কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার এমন সময়োপযোগী সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সুশীল সমাজের নাগরিকরা। উপজেলার এমন একটি গুরুত্বপূর্ণ দপ্তরে এমন কার্যক্রম হবে বিষয়টি কারো কল্পনায়ও ছিল না।
উল্লেখ্য, গত ১২ ও ১৩ জানুয়ারি লৌহজং উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস (পিআইও) মো. শহিদুজ্জামান নিজেই সব স্টাফদের বের করে দিয়ে কক্ষে তালা লাগান৷ নিজেও ইচ্ছানুযায়ী বাইরে থাকেন। যার কারণে ব্যাহত হয় দাপ্তরিক সকল কার্যক্রম। অন্যদিকে অফিস স্টাফরা উপজেলা মাঠে গিয়ে সময় কাটিয় বাড়ি চলে যায়। গত দুই দিনে এমন একটি ঘটনার কোন সমাধান করেনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (লৌহজং)।
কেন বা কী কারণে প্রকল্প কর্মকর্তার কক্ষগুলো দুদিন বন্ধ ছিল সে ব্যাপারে তাকে (পিআইও) শোকজ করা হয়েছে বলে জানান জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মুবিনুর রহমান। যা চলতি সপ্তাহের মধ্যেই জেলা কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে ।