নারী উদ্যোক্তাদের নিয়ে মানিকগঞ্জে কর্মশালা

সুরেশ চন্দ্র রায়, মানিকগঞ্জ
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১০:৩৬ পিএম

ছবি: ভোরের কাগজ
জাতীয় মহিলা সংস্থার ঘিওর উপজেলা কেন্দ্রের উদ্যোগে এবং তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ প্রকল্পের আওতায় মানিকগঞ্জের ঘিওর উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) এ কর্মশালায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রবাস চন্দ্র রায়।
প্রধান অতিথির বক্তব্যে প্রবাস চন্দ্র রায় বলেন, বর্তমান সরকার নারীদের উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ করছে আর তা সুন্দরভাবে বাস্তবায়ন করে নারীরা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে সেজন্য কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, এখন আর নারীদের বসে থাকার সময় নেই। যেকোনো প্রশিক্ষণ গ্রহণ করে একজন নারী নিজ পায়ে দাঁড়াতে পারছেন এবং অর্থনৈতিকভাবে নিজে স্বাবলম্বী হয়ে পরিবার ও দেশের কাজে অগ্রণী ভূমিকা রাখছেন।
সভাপতির বক্তব্যে ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, ঘিওরে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় মোট পাঁচটি ট্রেডে প্রশিক্ষণ চলমান রয়েছে। এই প্রশিক্ষণ গ্রহণ করে নারীদের দক্ষতা, আত্মবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে আর ব্যবসা ও কর্মসংস্থানের কলা কৌশল শিখে তৃণমূল পর্যায়ের নারী উদ্যাক্তাদের অর্থনৈতিক সমৃদ্ধি ও বিকাশ সাধন তরান্বিত হচ্ছে।
সভাপতি আরো বলেন, ঘিওরে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় নারীদের বিউটিফিকেশন, ফ্যাশন ডিজাইন, ক্যাটারিং, বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড ই-কর্মাস, ইন্টেরিয়র ডিজাইন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট এই পাঁচটি বিষয়ে প্রশিক্ষণ চলমান রয়েছে। আর এই প্রশিক্ষণ গ্রহণ করে অসংখ্য নারী তাদের কর্মসংস্থানের নতুন যাত্রা শুরু করেছেন।
কর্মশালায় অন্যদের মধ্যে-ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরিন, সহকারী কমিশনার (ভূমি) নুর জাহান আক্তার সাথী, মানিকগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস, সদস্য সচিব মো. শাহনুর ইসলাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা, ঘিওর প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।