×

সারাদেশ

লালমনিরহাটে আজহারীর মাহফিলে মোবাইল-স্বর্ণালংকার চুরি, ২২ নারী আটক

Icon

রবিউল ইসলাম বাবুল, লালমনিরহাট

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০৯:৩৮ পিএম

লালমনিরহাটে আজহারীর মাহফিলে মোবাইল-স্বর্ণালংকার চুরি, ২২ নারী আটক

ছবি: সংগৃহীত

   

লালমনিরহাটে বিশ্ববিখ্যাত ইসলামি বক্তা ও কোরআনের তাফসিরকারক ড. মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিল চলাকালে চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার লালমনিরহাট স্টেডিয়ামে আয়োজিত ওই মাহফিলে দেশের বিভিন্ন স্থান থেকে আগত নারীদের কাছ থেকে স্বর্ণালংকার ও মোবাইল ফোন চুরি হয়। মাহফিল চলাকালে দুটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং সাড়ে ১৬ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য ২১ লাখ ৩৪ হাজার টাকা। এ ঘটনায় শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় লালমনিরহাট সদর থানায় একটি মামলা করেন শহরের বিডিআর ক্যান্টিন মোড় এলাকার মো. আলম (৩৪)। মামলার পর রবিবার দুপুরে ২২ জন নারী ও একজন পুরুষকে আটক করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।  

আটককৃতরা হলো-ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর ডরমন্ডল এলাকার আব্দুল করিমের মেয়ে ফাতেমা বেগম (২৭),একই এলাকার আসকর আলীর মেয়ে সুজনা আক্তার সুজিনা (২৮),আব্দুল করিমের মেয়ে শাহানাজ বেগম (২৯),আলী আকবর মেয়ে নাছিমা বেগম (২৩), গিয়াস উদ্দিনের মেয়ে নাঈমা বেগম (২০), ফিরোজ মিয়ার মেয়ে সুলতানা বেগম (১৮), মকলেছের মেয়ে মরিয়ম খাতুন (১৯), আহাদ আলীর মেয়ে ডালিয়া আক্তার (২০)  ফনাই মিয়ার মেয়ে আখিঁ আক্তার (২০), মৃত আলী আকবরের মেয়ে স্বপ্না খাতুন (২০), মৃত শাকিল মিযার মেয়ে পেয়ারী বেগম (৩০), হবিগঞ্জ জেলার মাধবপুরের সুন্দরর আলী মেয়ে বানেছা বেগম (২৫), একই এলাকার মীর রজব আলীর মেয়ে জমেলা বেগম (৩৫), মুজিবর রহমানের মেয়ে জুলেখা খাতুন (৪০), মন্টু উদ্দিনের মেয়ে সেলু বেগম (১৯) ,ফনাই মিয়ার মেয়ে আঁখি আক্তার (২৩), মৃত শাকিল মিয়ার মেয়ে পেয়ারী বেগম (৩০),হবিগঞ্জ সদর থানার শিরু জষির মেয়ে আমেনা আক্তার (২৫), একই জেলার শায়েস্তাগঞ্জ থানার নবির হোসেনের মেয়ে মিনারা বেগম (৩০), সাইফুল ইসলামের মেয়ে মায়মুনা আক্তার (১৯), রহিম মিয়ার মেয়ে রুমা আক্তার বৃষ্টি(২৫), মৃত শিরু জষির মেয়ে আমেনা আক্তার (২৫) ও রংপুর জেলার হারাগাছ এলাকা মোকলেছ মিয়ার ছেলে সুমন মিয়া (২০)। 

লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নুর-নবী ভোরের কাগজকে জানিয়েছেন, মোবাইল ফোন ও স্বর্ণালংকার চুরির ঘটনায় আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।  

উল্লেখ্য, শনিবার (২০ জানুয়ারি) লালমনিরহাট সদর উপজেলার সোহরাওয়ার্দী উদ্যানে ‘ইসলামিক সোসাইটি’ আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে লাখো মানুষের ঢল নামে। মাহফিলের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুল হাকিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বিশ্বখ্যাত ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারীর বয়ান উপলক্ষে লালমনিরহাট শহরের সোহরাওয়ার্দী মাঠসহ চারটি মাঠ প্রস্তুত রাখা হয়েছিল। আশপাশের জেলা থেকে শিশু, যুবক, নারী ও বৃদ্ধসহ প্রায় সাড়ে ছয় লাখ মানুষ মাহফিলে অংশগ্রহণ করেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মাহফিল শুরুর আগের দিন রাত থেকেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পরদিন সকালে লালমনিরহাট শহর জনসমুদ্রে রূপ নেয়। মাহফিল পরিচালনায় আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর পরিশ্রম করতে হয়। দুপুরে নামাজ শেষে বিশ্বখ্যাত তাফসিরকারক ড. মিজানুর রহমান আজহারী টানা এক ঘণ্টা ১৫ মিনিটের বয়ান দেন। তার বয়ান শোনার জন্য উপস্থিত মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিশাল জনসমুদ্রের মাঝে একদল নারী চক্র চুরির ঘটনা ঘটায়।  

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App