×

সারাদেশ

সাংবাদিক নির্যাতনের ঘটনায় সোনারগাঁও প্রেসক্লাবের নিন্দা, ৩ দিনের আল্টিমেটাম

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ০৫:১৫ পিএম

সাংবাদিক নির্যাতনের ঘটনায় সোনারগাঁও প্রেসক্লাবের নিন্দা, ৩ দিনের আল্টিমেটাম

ছবি: ভোরের কাগজ

   

সোনারগাঁ প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সময়ের আলো পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি আনিসুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সোনারগাঁও প্রেস ক্লাব। বৃহস্পতিবার রাতে প্রেস ক্লাব কার্যালয়ে প্রেস ক্লাবের মাসিক সভায় কার্যনির্বাহীর কমিটি এ নিন্দা জানায়। 

এসময় আনিসের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের জন্য প্রশাসনকে তিন দিনের আল্টিমেটাম দিয়েছে। 

সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি এম এম সালাউদ্দিনের সভাপতিত্বে উক্ত সভায় নির্বাহীর কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী তিন দিনের মধ্যে আনিসের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। অন্যথায় সোনারগাঁও প্রেসক্লাব সহ সোনারগাঁয়ের সব সাংবাদিক একত্রিত হয়ে কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হবে বলে জানানো হয়।  

সোনারগাঁ প্রেসক্লাবের সভাপতি এম এম সালাউদ্দিন জানান, সাংবাদিকের ওপর হামলার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। এটি কোনোভাবেই মেনে নেয়া হবে না। যারা এ হামলার সঙ্গে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। অন্যথায় সোনারগাঁ সব সাংবাদিক মহল একত্রিত হয়ে এ হামলার কঠিন জবাব দিবে। 

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ভূমি অফিসে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয় দৈনিক সময়ের আলো পত্রিকার সাংবাদিক মো. আনিছুর রহমান। এ ঘটনায় সাংবাদিক আনিছুর রহমান বাদি হয়ে মঙ্গলবার সকালে ৪ জনকে বিবাদী করে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। 

আহত সংবাদিক আনিছুর রহমান বলেন, আমি পেশাগত কাজে উপজেলা ভূমি অফিসে গেলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা আমার ওপর হামলা করে। হামলার পূর্বে সোনারগাঁ পৌরসভার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক ও তার ভাই হাসনাইন আমাকে মোবাইল ফোনে হুমকি দেয়।

তার আরেক ভাই মাহাবুবুর রহমান ও রায়হান হত্যা মামলার আসামি মোহন আমাকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। এক পর্যায়ে টেনে হেঁচড়ে অপহরণের চেষ্টা করে। এসময় আশপাশের লোকজন এগিয়ে এলে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।  

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। দায়ীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App