×

সারাদেশ

এক কনে, ২০ বর! কিশোরগঞ্জে বিয়ে বাড়িতে চাঞ্চল্যকর ঘটনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ০৮:২৮ এএম

এক কনে, ২০ বর! কিশোরগঞ্জে বিয়ে বাড়িতে চাঞ্চল্যকর ঘটনা

ছবি: সংগৃহীত

   

বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন। অতিথিরা হাজির। কনের পরিবারও বরের অপেক্ষায়। কিন্তু বিকেলে ঘটল অভাবনীয় এক ঘটনা। এক বর নয়, বর সাজে সজ্জিত হয়ে হাজির হয়েছেন ২০ জন! শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গোছামারা গ্রামে এই ঘটনা ঘটে। বিয়ে বাড়ির এমন দৃশ্য দেখে হতবাক কনে পক্ষসহ উপস্থিত সবাই। শনিবার (২৫ জানুয়ারি) বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।  

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের কাজী পাড়ায় (বর্তমানে) ভৈরব শহরের বঙ্গবন্ধু সরণির বিসমিল্লাহ টাওয়ারের বাসিন্দা আল আমিন মাহমুদ শিপনের ছেলে ছাব্বির হোসেন সজীবের সঙ্গে ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা গ্রামের মো. শাহ আলম মিয়ার মেয়ে জ্যোতি আক্তার স্বর্ণার বিয়ের দিনক্ষণ ঠিক হয়।

খোঁজ নিয়ে জানা যায়, বিয়েতে শুক্রবার বিকেলে প্রাইভেটকার ও মোটরসাইকেলে শেরওয়ানি আর পাগড়ি পরে একসঙ্গে ২০ জন বর হাজির হন কনের বাড়িতে। এক বরযাত্রীতে এত বর দেখে অবাক হন কনে বাড়ির লোকজনসহ আগত অতিথিরা।

বর ছাব্বির হোসেন সজীব জানান, তার বিয়েতে বন্ধুরা মিলে বরযাত্রী হিসেবে ২০ জন বর সেজে যান। এতে বিয়ের আনন্দটা অনেক বেড়ে যায়। বরের বন্ধু আল আমিন বলেন, আমাদের বন্ধু ব্যতীত আমরা আরো ২০ জন বর সেজে এসেছি। ভীষণ ভালো লাগছে। তার বিয়ের সময়ও এমন ব্যতিক্রমী আয়োজন করার ইচ্ছে রয়েছে বলে জানান তিনি।

বরের বাবা আল আমিন মাহমুদ বলেন, বিয়ের অনুষ্ঠানে মানুষ বিভিন্নভাবে আনন্দ নিয়ে থাকে। আমার ইচ্ছে ছিল আমার ছেলের বিয়েতে একটু ব্যতিক্রমভাবে আনন্দ দেয়ার। ফলে এই আয়োজন করেছি। এমন আয়োজনে বরযাত্রী ও কনেপক্ষের সবাই অনেক আনন্দিত। তিনি বর ও কনের জন্য সবার কাছে দোয়া কামনা করেন। কনের দাদা বলেন, সত্যিই আয়োজনটা ব্যতিক্রম ছিল। এত বর থেকে আসল বর কে তা কনেই বেছে নেন। এ সময় তিনি তার নাতনি ও নাতিন জামাইয়ের জন্য দোয়া চান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App