মানিকগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়কের বাবা আর নেই

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ০৯:৫৩ পিএম

ছবি: সংগৃহীত
মানিকগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক, ডেইলি স্টার ও আরটিভির স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম বিশ্বাসের বাবা বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। সোমবার(২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফকির শাহ মো.আব্দুর রউফ বিশ্বাস ওয়ায়েছি (৭০) মৃত্যুবরণ করেন।
বাংলাদেশ তরিকত অনুসারী পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব ছিলেন তিনি। কর্মজীবনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে কর্মরত এবং বাংলাদেশ গণকর্মচারী সংযুক্ত পরিষদের মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি ছিলেন।
মানিকগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস বাবার আত্মার মাগফিরাত কামনার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।
মানিকগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব মো. শাহানুর ইসলাম বলেন, জাহাঙ্গীর আলম বিশ্বাসের বাবার মৃত্যুতে মানিকগঞ্জবাসী একজন গুণী মানুষকে হারালেন। তিনি ছিলেন একজন পরোপকারী ও ধর্মপ্রাণ মুসলমান। সদস্য সচিব এই গুণীজনের আত্মার মাগফিরাত কামনা করেন।
সর্বজন শ্রদ্ধেয় মুরব্বির নামাজে জানাজা বাদ আছর নিজ বাসভবনের পাশে বেউথা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
মানিকগঞ্জ জেলা বিএনপি সভাপতি আফরোজা খান রিতা, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মানিকগঞ্জের বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, মানিকগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা গোলাম ছানোয়ার ছানুসহ জেলা ও উপজেলার সাংবাদিকবৃন্দ এবং উপস্থিত সর্বস্তরের মানুষ এই মহান ব্যক্তির মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।