×

সারাদেশ

দহগ্রাম সীমান্তে এবার বাঁশ বাঁধল ভারতীয়রা, ভিডিও ভাইরাল

Icon

রবিউল ইসলাম বাবুল, লালমনিরহাট

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১১:২২ পিএম

দহগ্রাম সীমান্তে এবার বাঁশ বাঁধল ভারতীয়রা, ভিডিও ভাইরাল

ছবি: ভিডিও থেকে নেয়া

   

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে শূন্যরেখার কাঁটাতারের বেড়ায় এবার বাঁশ বেঁধে দিয়েছে ভারতীয় কৃষকরা। বিএসএফের প্রহরায় গত ২৮ জানুয়ারি দুপুরে দহগ্রাম ইউনিয়নের হাঁড়িপাড়া ও সরকারপাড়া সীমান্তে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতীয় কৃষকরা কাঁটাতারের বেড়ায় বাঁশের বাকল (বাতা) দিয়ে সেটিকে আরো শক্ত করার চেষ্টা করে। এসময় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বাধা দিলেও বিএসএফ কোনো আপত্তি শোনেনি এবং জোরপূর্বক তাদের লোকজন দিয়ে বাঁশ বেঁধেছে। বিএসএফ দাবি করেছে, এটি কৃষকদের নিজস্ব উদ্যোগ, তাদের এতে কোনো ভূমিকা নেই।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা গেছে বিজিবি বাঁশ বাঁধার বিরোধিতা করলেও ভারতীয়রা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, বিজিবির একজন সদস্য বিএসএফকে স্মরণ করিয়ে দেন যে, দুই দেশের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী সীমান্তে আপাতত কোনো ধরনের নির্মাণ কাজ করা যাবে না। তবে এই কথা উপেক্ষা করে বিএসএফ সদস্যরা তর্কে জড়ান।

ভিডিওতে আরো শোনা যায়, একজন বিএসএফ সদস্য উচ্চস্বরে হিন্দিতে বলেন, আমরা কাজ করবো, তোমার যা করার তুমি করো। তবে কিছুক্ষণ পর বিএসএফ সদস্যরা নিজেদের অবস্থান বদলে বলেন, আমরা কাজ করছি না, ভারতীয় পাবলিক বাঁশ দিচ্ছে। তখন বিজিবির এক সদস্য পাল্টা প্রশ্ন করেন, তাহলে আপনারা শূন্যরেখায় তাদের সঙ্গে দাঁড়িয়ে আছেন কেন? উত্তরে বিএসএফ সদস্যরা বলেন, আমরা সীমান্ত পাহারা দিচ্ছি।

এর আগে গত ১০ জানুয়ারি একই সীমান্তে প্রায় দেড় কিলোমিটারজুড়ে চার ফুট উচ্চতার একটি বেড়া নির্মাণ করেছিল ভারতীয়রা। বিজিবির বাধার মুখে দুই বাহিনীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ডিআইজি পর্যায়ের বৈঠকে আপাতত কোনো ধরনের নির্মাণ কাজ না করার সিদ্ধান্ত হয়, এবং উভয় পক্ষ সীমান্তে স্বাভাবিক অবস্থায় ফিরে যায়। তবে এ ঘটনার এক সপ্তাহ না পেরোতেই ভারতীয়রা ওই কাঁটাতারের বেড়ায় অসংখ্য মদের খালি কাঁচের বোতল ঝুলিয়ে দেয়। 

এ বিষয়ে দহগ্রাম আঙ্গরপোতা সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত শিক্ষক রেজানুর রহমান রেজা বলেন, ভারতীয়রা একটার পর একটা ঘটনা ঘটাচ্ছে। তারা কাঁটাতারের বেড়া দেয়ার পর মদের বোতল ঝোলায়। এর কয়েক দিন পর আবার সেই কাঁটাতারের বেড়ায় বাঁশের বাতা বেঁধেছে। এগুলো শয়তানি ছাড়া কিছুই না। দহগ্রাম সীমান্তে ভারতীয় পাবলিককে দিয়ে জোর খাটিয়ে কাজ করার চেষ্টা করছে বিএসএফ। এটা সীমান্ত উত্তপ্ত করার কৌশল।’

রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের পাটগ্রাম পানবাড়ি বিজিবি ক্যাম্পের সুবেদার মো. জামিল বলেন, ‘এ ঘটনা ৩ থেকে ৪ দিন আগের ঘটনা। বিজিবির পক্ষ থেকে বাঁধা দেয়ার পর কাজ বন্ধ করেছে বিএসএফ।’

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App