×

সারাদেশ

মেধাবী নন্দিনীর পাশে দাঁড়ালেন তারেক রহমান

Icon

সুরেশ চন্দ্র রায়, মানিকগঞ্জ

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১১:৪৯ পিএম

মেধাবী নন্দিনীর পাশে দাঁড়ালেন তারেক রহমান

মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় ১৩৩তম স্থান অর্জন করেছেন মানিকগঞ্জের দরিদ্র ঘরের সন্তান নন্দিনী রানী সরকার।

   

মানিকগঞ্জের দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থী নন্দিনী রানী সরকারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের নির্দেশে বিএনপি ও ছাত্রদলের নেতারা নন্দিনীর হাতে মেডিকেলের বই ও ভর্তির টাকা তুলে দেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে তারেক রহমানের প্রতিনিধি হিসেবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা এবং ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল নন্দিনীদের বাড়িতে যান। এসময় তারা মেডিকেলে পড়াশোনার বই ও নগদ অর্থ সহায়তা করেন।

মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের গিলন্ড গ্রামের ইজিবাইক চালক অনিল চন্দ্র সরকারের মেয়ে নন্দিনী এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঢাকা মেডিকেল কলেজে সুযোগ পেয়েছেন। মেয়ের এমন সাফল্যে পরিবারের সবাই খুশি হলেও মেডিকেলে ভর্তি ও পড়াশোনার খরচ চালিয়ে নিতে দুশ্চিন্তায় ছিলেন নন্দিনী ও তার পরিবারের সদস্যরা।

তারেক রহমানের নির্দেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খানম এবং ছাত্রদল নেতা তৌহিদুর রহমান গিলন্ড গ্রামে নন্দিনীর বাড়িতে গিয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর মেডিকেলের প্রথম বর্ষের বই ও ভর্তির টাকা নন্দিনীর হাতে তুলে দেন। এসময় জেলা ড্যাবের সভাপতি বদরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক জিয়াউর রহমানসহ জেলা বিএনপি ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

আফরোজা খানম রিতা বলেন, মেধাবী নন্দিনীর জন্য জেলাবাসী আজ গর্বিত। নন্দিনীর বিষয়টি যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এসেছে তখন তিনি তাদের নন্দিনীর বাড়িতে পাঠিয়েছেন তাকে সহায়তা করতে। এটি একটি বিরল ঘটনা। তারেক রহমান তরুণ প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ নিয়ে বরাবরই কাজ করেন। নন্দিনীকে একজন আদর্শবান চিকিৎসক হয়ে দেশবাসীর সেবা করার পরামর্শ দেন রিতা।

আরো পড়ুন: মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েও খরচ চালানো নিয়ে দুশ্চিন্তায় নন্দিনী

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App