আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আটক

কাগজ প্রতিবেদক, কুড়িগ্রাম
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২০ পিএম
-67a1bfbb8b79a.jpg)
ছবি: সংগৃহীত
কুড়িগ্রামে আশিক হত্যা মামলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান সাজুকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে রংপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে । বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ডিবি'র ওসি নাজমুল আলম।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে ১০ অক্টোবর কলেজ ছাত্র রুহুল আমিন বাদী হয়ে আশিক হত্যার ঘটনায় জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জুসহ আওয়ামীলীগের ১০৪ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৫০০-৬০০ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা রেকর্ড করেন ।
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রামের কৃষক চাঁদ মিয়ার পুত্র আশিক পাঁচপীর ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। আশিক ও তাঁর ছোট ভাই আতিকুর রহমান কুড়িগ্রাম শহরে বৈষম্য বিরোধী আন্দোলনের মিছিলে গিয়ে আহত হয়ে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দাবি করেছে শিক্ষার্থীরা ।
কুড়িগ্রাম ডিবি পুলিশের ওসি নাজমুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আশিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সাজুকে রংপুর থেকে গ্রেফতার করা হয় । মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।