×

সারাদেশ

`সোনারগাঁয়ের মেঘনায় কারা চাঁদাবাজি করে আমরা জানি'

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ)প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১২ পিএম

`সোনারগাঁয়ের মেঘনায় কারা চাঁদাবাজি করে আমরা জানি'

ছবি: ভোরের কাগজ

   

সোনারগাঁয়ের মেঘনায় কারা চাঁদাবাজি করে আমরা জানি। আপনি চাঁদাবাজি করবেন, বসুন্ধরার মালিকের গাড়িতে চড়বেন- এ দায় বিএনপি নেবে না। এ দায়ভার খালেদা জিয়া কিংবা তারেক রহমান নেবে না। যারা চাঁদাবাজি করছেন তাদের জন্য এলামিং (সতর্কবার্তা)।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজারে অনুষ্ঠিত আলোচনা সভায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল  এসব কথা বলেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, সম্প্রতি গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর সোনারগাঁ এক জনসভায় মেঘনার চাঁদাবাজির কথা বলে গেছেন।

তিনি বলেন, গত ৫ আগস্টের আগে যেসব নেতাকর্মী আমাদের সঙ্গে ছিল সেসব নেতাকর্মীই আমাদের জন্য যথেষ্ট। আওয়ামী লীগের দোসরদের আমাদের দলে প্রয়োজন নেই। আমরা আওয়ামী লীগের মেম্বারদের চেয়ারম্যান বানাবো না। আমরা চাঁদার জন্য শিল্প কারখানা বন্ধ করবো না। আমরা নিজের দলের লোকদের নামে মামলা দেব না। আমাদের বুকে যে সাহস আছে তা জাতীয়তাবাদের সাহস এটা তারেক রহমানের সাহস।

তিনি বলেন, তারেক রহমান বলেছেন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে একটি মালা গাঁথার জন্য। এ মালা হবে ঐক্যের মালা।

তিনি একটি পক্ষের সমালোচনা করে বলেন, আমাদের কিছু রাজনৈতিক বন্ধু সুক্ষ্মভাবে বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করছে। বন্ধুরা আপনারা আপনাদের আদর্শ বাস্তবায়ন করেন। বিএনপি বিএনপির আদর্শ বাস্তবায়ন করবে। দেশে অনৈক্য সৃষ্টির চেষ্টা করবেন না। আমরা একসঙ্গে সবাই মিলে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি। এ ঐক্য ধরে রাখুন।

বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনায় সোনারগাঁ উপজেলা বিএনপি সহ- সভাপতি হাজী মো. শফি উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা হারুন অর রশিদ ও আসিফ ভূঁইয়া সুজনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সোনারগাঁ উপজেলা বিএনপি সহ-সভাপতি গাজী মো. হারুনুর অর রশিদ, সোনারগাঁ উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক হাজী মো. মোক্তার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোঃ আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, সোনারগাঁ উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সোহেল রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App