সিংগাইরে কবরস্থান থেকে ৫ লাশের মাথা চুরি, এলাকায় আতঙ্ক

মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ)
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৩ পিএম

শুক্রবার দিবাগত গভীর রাতে কবরস্থানে কোনো একসময় এই লাশ চুরির ঘটনা ঘটে।
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার হাতনি কবরস্থান থেকে ৫টি লাশের মাথা চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোরে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে মৃত ব্যক্তিদের স্বজনরা দুঃখ ও আতঙ্কের মধ্যে পড়ে যান। ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ রণজিৎ সাহা।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে কবরস্থানে কোনো একসময় এই লাশ চুরির ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, তারা কবরস্থানে ৫-৬টি কবর খোড়া অবস্থায় পান, যার মধ্যে হাতনী গ্রামের আওলাদ হোসেনের মেয়ের লাশের হাড়গোড় পাওয়া যায়। তবে মাথার খুলি পাওয়া যায়নি। এছাড়াও একাধিক কবর খুঁড়ে মাটি দিয়ে ঢেকে রাখা হয়েছিল। কয়েকটি কবর থেকে ৪-৫টি কাফনের কাপড় ও হাড়গোড় পাওয়া যায়, যা দেখে ধারণা করা হচ্ছে যে, লাশগুলো চুরি হয়েছে।
আওলাদ হোসেন জানান, তার মেয়ে দুই মাস আগে মারা গিয়েছিল। তিনি জানান, ভোরে খবর পেয়ে কবরস্থানে গিয়ে দেখেন, তার মেয়ে কবর থেকে চুরি হয়ে গেছে। কবরের ভেতর কাফনের কাপড় ও শরীরের অংশ পড়ে ছিল। তবে মাথা উধাও ছিল।
এছাড়া মোঃ নবিনুর ইসলাম জানান, তার বাবা ৭ মাস আগে মারা গেছেন। লাশ চুরির খবর পেয়ে তিনি কবরস্থানে গিয়ে দেখেন তার বাবার কবরের বাঁশ ওপরে রেখে মাটি দিয়ে ঢেকে রাখা হয়েছে, কিন্তু কবরের ভেতরে তার বাবার লাশ নেই।
হাতনী কবরস্থান কমিটির সভাপতি আবু সাঈদ জানান, তিনি প্রতিদিন ফজরের নামাজের পর কবরস্থানে আসেন। ভোরে কবরস্থানে ঢুকে তিনি একে একে বেশ কয়েকটি কবরের মাটি ও বাঁশ এলোমেলো অবস্থায় দেখেন। পরে এলাকাবাসীকে খবর দিলে লাশ চুরির খবর ছড়িয়ে পড়ে, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় বাসিন্দারা কবরগুলো পুনরায় সংস্কার করছেন। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে সিংগাইর থানার ওসি মো: জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, লাশ চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আরো পড়ুন: সিংগাইরে ফসলি জমি থেকে মাটি বিক্রির প্রতিযোগিতা, নিরব প্রশাসন