×

সারাদেশ

গাজীপুরের ঘটনায় ক্ষমা চাইলেন পুলিশ কমিশনার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪২ পিএম

গাজীপুরের ঘটনায় ক্ষমা চাইলেন পুলিশ কমিশনার

ছবি: সংগৃহীত

   

গাজীপুরের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মুহাম্মদ নাজমুল করিম খান। তিনি হামলার শিকার শিক্ষার্থীদের কাছে পুলিশি পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করেছেন এবং জড়িতদের গ্রেপ্তারের জন্য কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্রদের সড়ক অবরোধ ও প্রতিবাদ সমাবেশে এ মন্তব্য করেন পুলিশ কমিশনার। এসময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ কমিশনার বলেন, যারা বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলা করেছে, তাদের কাউকেই ছাড় দেয়া হবে না। ইতোমধ্যে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যান্য হামলাকারীদেরও দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে। এছাড়া, গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমানকে দায়িত্বে অবহেলার জন্য সাময়িকভাবে বরখাস্ত করারও ঘোষণা দেন তিনি।

পুলিশ কমিশনার ছাত্রদের উদ্দেশে আরো বলেন, গত রাতে যে ঘটনাটি ঘটেছে, তার জন্য আমরা পুলিশের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি এবং আমাদের ব্যর্থতা স্বীকার করছি।

এসময় উপস্থিত নেতাকর্মীরা পুলিশের ওপর বিক্ষুব্ধ হলে সারজিস আলম পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পরে পুলিশ কমিশনার আন্দোলনকারীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। তিনি বলেন, দীর্ঘদিন আমি নিজেও বৈষম্যের শিকার হয়ে পুলিশে চাকরি করে আসছিলেন। তিনি ছাত্রদের ওপর হামলার ঘটনায় নিন্দা জ্ঞাপন করে বলেন। এ ধরনের ঘটনা যাতে আর কোথাও না ঘটে সে ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

উল্লেখ্য, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর মেট্রো সদর ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে লুটপাট করা হচ্ছে এমন সংবাদে বৈষম্যবিরোধী ছাত্রদের জানানো হয়। খবর পেয়ে বেশ কিছু ছাত্র আ ক ম মোজাম্মেলের বাড়িতে গেলে তাদেরকে সেখানে আটক করে পিটিয়ে আহত করা হয়।  

আরো পড়ুন: গাজীপুরের হামলায় জড়িতদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App