×

সারাদেশ

খানাখন্দে ভরা সড়কে ভোগান্তির শেষ কবে?

Icon

তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সিগঞ্জ

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৬ পিএম

খানাখন্দে ভরা সড়কে ভোগান্তির শেষ কবে?

ছবি: সংগৃহীত

   

মুন্সিগঞ্জ পৌরসভার জনগুরুত্বপূর্ণ সড়কের মধ্যে অন্যতম একটি সড়ক বন বিভাগ- কাটাকালির এই সড়কটি। ২ কিলোমিটার অংশজুড়ে এই সড়কের বেহাল দশা হলেও সংস্কারে টনক নড়ছে না কর্তৃপক্ষের।

সড়কের অধিকাংশই খানাখন্দ আর বড় গর্তে ভরা। সামান্য বৃষ্টি হলেই গর্তে পানি জমে যায়। প্রায় প্রতিদিনই ঘটছে ছোটবড় নানা দুর্ঘটনা। এতে করে ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারী, যাত্রীসাধারণসহ পরিবহন চালকদের।

গত কয়েক বছর আগে সড়কটি সংস্কার করে মুন্সিগঞ্জ পৌরসভা। তার পর থেকে ৬ নং ওয়ার্ড এই সড়কে তেমন কোন কাজ করা হয়নি। এ নিয়ে ক্ষোভ ঝাড়ছেন স্থানীয়রা। তারা দ্রুত টেকসই সংস্কারের জোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টদের কাছে।

সদরের সাথে সংযোগ গুরুত্বপূর্ণ এই সড়কটি ব্যবহার করে হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করে এই সড়কটিতে। অসুস্থ, বৃদ্ধ ছোট বড় সবাই এই সড়কটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, বন বিভাগের আগ থেকে ছোট কাটাকালি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের অবস্থা খুবই করুন। ক্ষোভ প্রকাশ করে গণমাধ্যম কর্মী গোলাম আশরাফ উজ্জল বলেন, আমার বাড়ি কেওয়ার এলাকায়। প্রতিদিন এ সড়কে যাতায়াত করতে হয়। রাস্তাটির অবস্থা এতই খারাপ যে, কোন অটো সেখান দিয়ে যেতে টালবাহানা করে। স্কুল শিক্ষার্থীদের চরম বেগ পোহাতে হয় এই সড়কটিতে। অতি দ্রুত এই সড়কটি সংস্কারে সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানাই।

রাস্তাটির বেহাল দশা নিয়ে মুন্সিগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী ভোরের কাগজ কে জানান, প্রকল্পের মাধ্যমে রাস্তাটি আপাতত সংস্কার কাজ হাতে নেওয়া হয়েছে। বন বিভাগ থেকে শুরু করে কাটাকালি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক খুব দ্রুতই সংস্কার করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App