মায়ের মামলায় মেয়ের প্রেমিক কারাগারে, মেয়ে থানা হেফাজতে

কেরানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৭ এএম
-67ad6b67ee6eb.jpg)
ছবি: ভোরের কাগজ
নিখোঁজের ছয় দিন পর রাকিবুল ইসলাম রাকিব ও লুবনা মনি নামে দুই শিক্ষার্থীকে উদ্ধার করেছে র্যাব। তারা কেরানীগঞ্জের বাঘাপুর স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী।
গত ১১ ফেব্রুয়ারি দুপুরের দিকে তাদের দুইজনকে উদ্ধার করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গত ৩ ফেব্রুয়ারি তারা দুজন নিখোঁজ হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ র্যাব-১০ এর পরিচালক কামরুজ্জামান ও ফেনীর এএসআই নাসির। তারা জানান, রাকিবের সঙ্গেই লুবনা ছিল। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। পালিয়ে তারা বিয়েও করেছেন বলে জানান ওই দুই কর্মকর্তা।
এ ব্যাপারে রাকিবের স্বজনরা বলছেন, তাদের দুইজনের প্রেমের সম্পর্কের বিষয়টি মেয়ের মা মানসুরা বেগম মেনে নেননি। তিনি রাকিব ও বাবা-মাকে আসামি করে থানায় অপহৃত মামলা করেছেন।
এ প্রসঙ্গে লুবনা মনি জানান, চার বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। তার মা মানসুরা তাদের সম্পর্ক মেনে নেননি। তিনি গত তিন মাস আগে সাকিল মাহমুদ নামে এক প্রবাসী ছেলে সঙ্গে জোরপূর্বক তার কাবিন করিয়ে দেন। সে এটা মেনে নিতে পারেনি। তাই তারা নিজেদের ইচ্ছায় পালিয়ে গিয়ে চট্টগ্রাম কোর্টে আইনজীবীদের মাধ্যমে বিয়ে করেন।
লুবনান আরো জানান, রাকিব আমাকে কোনোদিন হয়রানি করেনি, অপহৃতও করেনি। আমার মা আমাকে জোর করে অন্য ছেলের সঙ্গে বিয়ে দিতে চায়। সে কারণে আমার মা রাকিব ও তার মা বাবার নামে মিথ্যা মামলা দিয়েছে।
এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়রি করেছেন রাকিবের বাবা দুলাল মিয়া।
জানা গেছে, রাকিবুল ইসলাম রাকিবের বয়স ১৭ বছর, লুবনা মনির বয়স ১৫ বছর।
উদ্ধারের পর থানা থেকে রাকিবকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠালে আদালত তাকে শিশু আইনে টঙ্গীর শিশু কেয়ারে পাঠিয়ে দেন এবং লুবনাকে পুলিশের হেফাজতে রাখা হয়। এছাড়া এই সম্পর্ক নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে বিচার সালিশও হয়েছে।
স্থানীয়রা জানান, দুই পরিবার বসেই এটি সমাধান করতে পারে। আর এই মেয়ে আবারো যে কোনো উপায়ে রাকিবের সঙ্গে পালিয়ে যেতে পারে। এমন ঘটনা এ দেশের নতুন নয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম বলেন, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। সে কারণে তারা পালিয়ে যায়।
কেরানীগঞ্জে র্যাব-১০ এর মিডিয়া অফিসার তাপস কর্মকার বলেন, র্যাব-৭ এর সহযোগিতায় ফেনীর এক বাসা থেকে তাদের উদ্ধার করে থানায় বুঝিয়ে দেয়া হয়েছে।