সখীপুরে বনবিভাগের সুফল সুবিধাভোগীদের চেক হস্তান্তর

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৮ এএম
-67ad7743193d5.jpg)
ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতেয়া রেঞ্জের কালিদাস বিটের টেকসই বন ও জীবিকা (সুফল) আওতাভুক্ত সদস্যদের মাঝে ঋণের চেক হস্তান্তর করা হয়েছে। এটি সুবিধাভোগীদের দ্বিতীয় মেয়াদে ঋণ।
বুধবার (১২ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে কালিদাস বিট চত্বরে সুফল সুবিধাভোগীদের চেক প্রদান করা হয়। টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের আওতাভুক্ত ৩০ জন সদস্যের মাঝে এই ঋণ দেওয়া হয়। টেকসই বন ও জীবিকা (এফসিভি) প্রকল্পের হতেয়া রেঞ্জের কালিদাস বিটের দুটি এফসিভি (১)(২) সুফলের পূর্বের ঋণ শোধ করা সদস্যদের দ্বিতীয় মেয়াদের চেক হস্তান্তর করা হয়। সুবিভোগীদের দ্বিতীয় ধাপে ৬০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।
হতেয়া রেঞ্জ কর্মকর্তা এসএম আ. রশিদ সুফল প্রকল্পের ঋণ বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মহসিন হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী বনসংরক্ষক মো. আবু সালেহ দক্ষিণ-১, কালিদাস বিট কর্মকর্তা মো. মাসুম উদ্দিন আহমেদ ও সব কর্মচারীসহ সুবিধাভোগী সদস্যবৃন্দ।