রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার চির প্রস্থান

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৭ পিএম

ছবি: সংগৃহীত
যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঘিওর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো.আশরাফ আলী মোল্লা। রবিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় পূর্বপাড়া কবরস্থান মাঠে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরজাহান আক্তার সাথীর নেতৃত্বে তাকে (৭৫) সম্মান প্রদর্শন করা হয়। নামাজে জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধাকে অশ্রুসিক্তদের শ্রদ্ধা ভালোবাসায় পরম মমতায় দাফন করা হয়।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আশরাফ আলী মোল্লা। ব্রেইন স্ট্রোক হয়ে ১৭ দিন হাসপাতালে ছিলেন তিনি। অবস্থা জটিল হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আগেই অন্যত্র স্থানান্তরের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু স্বজনরা বন্ড সই দিয়ে এই হাসপাতালেই রেখেছিলেন। গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানিয়েছেন প্রয়াত বীর মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক আজিজুল মজিদ কাজল।
উপজেলার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার জানান, একসময় আশরাফ আলী মোল্লা ছিলেন শিবালয় উপজেলার মাচাইন গ্রামের বাসিন্দা। বীর মুক্তিযোদ্ধা প্রিন্সিপাল আব্দুর রউফ সাহেবের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তিনি। কর্মজীবনে হেলথ্ সেক্টরে সাট মুদ্রাক্ষরিক পদে কর্মরত ছিলেন। চাকরির সুবাদে ঘিওরে বাড়ি করে স্থায়ীভাবে বসবাস শুরু করেন আশরাফ আলী মোল্লা।
তিনি ছিলেন অত্যন্ত নির্ভীক, সৎ, ধার্মিক এবং সদালাপী প্রকৃতির লোক। তার মৃত্যুতে ঘিওর উপজেলা মুক্তিযোদ্ধা সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, পরপারে যাত্রাকালে স্ত্রী, ৩ ছেলে, এক মেয়ে, নাতি-নাতনী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী মোল্লা। উপজেলার ঘিওর গ্রামের মৃত গোলাম আলী মোল্লার ছেলে তিনি। মহান স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে এলাকার বীর মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।