নারায়ণগঞ্জের ফতুল্লায় বিস্ফোরণ, দগ্ধ ৬ ও নিহত ২

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ মার্চ ২০২১, ০২:৩৯ পিএম

ফাইল ছবি।
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৬জন দগ্ধ। এ ঘটনায় মাহফুজুল ইসলাম (১১) নামে একজনের মৃত্যু হয়েছে। সে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইন্সটিটিউটে ভর্তি ছিল। এরআগে মিশাল (২৮) নামে আরেক জন মারা যায়।
সোমবার (৮ মার্চ) দিবাগত রাতে নারায়ণগঞ্জ ফতুল্লার মাজদাইল বাজার এলাকায় একটি বাড়ির ৬তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের ৬জন দগ্ধ হয়। ওই রাতেই তাদেরকে শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে ভর্তি করা হয়।
নিহত মাহফুজুলের মা মাহফুজা বেগম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়েছে। সে আইসিইইতে ভর্তি ছিলো।
বার্ন ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা শঙ্কটাপন্ন ছিল।