×

সারাদেশ

বেত্রাঘাতে মাদ্রাসার ৪ শিক্ষার্থী আহত, শিক্ষক গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২১, ০৯:৫২ এএম

বেত্রাঘাতে মাদ্রাসার ৪ শিক্ষার্থী আহত, শিক্ষক গ্রেপ্তার

আহত ছাত্র মো. আবদুল্লাহ আনাস

   

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় শ্রেণিকক্ষে পড়া না পারায় ৪ ছাত্রকে বেদম বেত্রাঘাতে আহত করেছে এক শিক্ষক। বৃহস্পতিবার (১১ মার্চ) বিকালে উপজেলার গারাংগিয়া রঙ্গিপাড়া হেফজ ও এতিমখানায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনায় জড়িত শিক্ষক হাফেজ কামরুল ইসলাম (২২) কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

আহত ছাত্ররা হলো, সোনাকানিয়ার রঙ্গি পাড়ার আবু তাহেরের ছেলে মো. আবদুল্লাহ আনাস (৭), একই এলাকার প্রবাসী মো. মিনহাজের ছেলে মো. সিয়াম (৬), বারদোনা এলাকার প্রবাসী মো. আবদুল আজিজের ছেলে মো. সাকিব (১০) ও লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নের হাদুর পাড়ার প্রবাসী মো. শহিদের ছেলে মো. সিয়াম (৭)।

বিষয়টি মীমাংসা করতে চাইলেও পুলিশ ঘটনাস্থলে যাওয়ায় পণ্ড হয়ে যায় বৈঠকটি। আহত ছাত্রদের সাতকানিয়া ও লোহাগাড়ার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে (১৩ মার্চ) শনিবার সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া রহমান ও থানার ওসি আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ১১ মার্চ বিকালে সাতকানিয়ার গারাংগিয়া রঙ্গিপাড়া হেফজ ও এতিমখানায় শ্রেণি কক্ষে পড়া না পারায় ৪ ছাত্রকে বেদমভাবে বেত্রাঘাত করে আহত করে শিক্ষক হাফেজ কামরুল ইসলাম। ওই রাতেই ছাত্ররা নিয়ম অনুযায়ী ঘুমিয়ে পড়ে। পরদিন শুক্রবার হেফজখানার পার্শ্ববর্তী এলাকায় মাহফিলে অংশ নেয়ার জন্য ওই এলাকার ছাত্রদের ছুটি দিলে তারা নিজ নিজ বাড়িতে চলে যায়। অন্যান্য ছাত্রের ন্যায় আহত ছাত্র আনাস তার বাড়িতে গেলে তার মা কাপড় খুলে দেখে পিঠে বেদম বেত্রাঘাতের রক্তাক্ত চিহ্ন।

বিষয়টি পরে তার বাবাকে জানালে চিকিৎসার জন্য তাকে সাতকানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে বিষয়টি এলাকায় জানাজানি হলে হেফজখানা পরিচালনা কমিটি ও শিক্ষকরা মীমাংসার চেষ্টা চালায়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় সাতকানিয়া থানা পুলিশ জড়িত শিক্ষককে তার বাড়ির পার্শ্ববর্তী এলাকা থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনায় জড়িত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। আহত ৪ ছাত্রকেও এ ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছে। জিজ্ঞাসাবাদে শিক্ষক ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন।

এ ব্যাপারে ভিকটিমদের অভিভাবকের আবেদনের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App