স্বাধীনতার মাসে পতাকা বিতরণে নারী মুক্তিযোদ্ধা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ মার্চ ২০২১, ০৪:১৬ পিএম

স্বাধীনতার মাসে পতাকা বিতরণে নারী মুক্তিযোদ্ধা রোকেয়া বেগম
স্বাধীনতার মাসে মুক্তিযুদ্ধের গল্প শুনিয়ে জাতীয় পতাকা বিতরণ করছেন পঞ্চগড়ের একমাত্র নারী মুক্তিযোদ্ধা রোকেয়া বেগম। বুধবার (২৪ মার্চ) সকালে পঞ্চগড় জেলা শহরের রৌশনাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তিনি তার এই কর্মসূচি শুরু করেন।
তিনি মুক্তিযুদ্ধকালীন সময়ের ভয়াল সেই দিনগুলোর গল্প শোনান স্থানীয় শিশু কিশোরদের। পরে তাদের হাতে একটি করে দেশের লাল সবুজের পতাকা তুলে দেন এই নারী মুক্তিযোদ্ধা। শুধু স্বাধীনতার মাস নয় বছর জুড়ে এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এই নারী মুক্তিযোদ্ধা। এসময় জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেজিয়া ইসলাম, রৌশনাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকা আক্তার জাহান, জেলা ছাত্রলীগের সহসভাপতি তোফায়েল ইসলাম তরুণ উপস্থিত ছিলেন।