গাইবান্ধার প্রত্যন্ত গ্রামে বোমা বিস্ফোরণে ৩ জন নিহত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ মার্চ ২০২১, ০৭:১০ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা মেকুরাই নয়াপাড়া গ্রামে একটি বাড়িতে বোমা বিস্ফোরণের পর পরিদর্শনে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি: ভোরের কাগজ

গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা মেকুরাই নয়াপাড়া গ্রামে একটি বাড়িতে বোমা বিস্ফোরণের পর উৎসুক মানুষের ভিড়। ছবি: ভোরের কাগজ

বোমা বিস্ফোরণের ঘটনায় বাড়িটি পুলিশ ঘিরে রেখেছে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা মেকুরাই নয়াপাড়া গ্রামে একটি বাড়িতে বোমা বিস্ফোরণে তিনজন নিহত হয়েছে। পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে। এলাকাবাসী জানায়, বুধবার বিকেল ৪টার দিকে তিন থেকে চারজন অপরিচিত ব্যক্তি মেকুরাই নয়াপাড়া গ্রামে কাসেমের ছেলে বোরহান(৪০) এর বাড়িতে ঢোকে। এসময় বাড়ির মধ্যে শোরগোল ও গুলির শব্দ শুনতে পায় তারা। পরে বিকট শব্দে বিস্ফোরণে ঘরের টিনের চাল উড়ে যায়। এতে ওই বাড়িতে একই গ্রামের মৃত কবিরের ছেলে অহেদুল(৪০) এবং অন্য একজন অপরিচিত ব্যক্তি মারা যায়। বোমা বিস্ফোরণে বোরহানের ডান পায়ের অর্ধেক উড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালায়।
[caption id="attachment_273621" align="aligncenter" width="1280"]
গাইবান্ধায় বোমা বিস্ফোরণের সর্বশেষ তথ্য গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা নয়াপাড়া গ্রামে নয়াপাড়া আলিম মাদ্রাসা সংলগ্ন বোরহানের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। নিহত ৩ জনের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। একজন বাড়ির মালিক বোরহান(৪০) ও অপরজন প্রতিবেশী ওয়াহেদ(৩৭)। নিহত একজনের নাম পরিচয় পাওয়া যায়নি। নিহত ওয়াহেদ একজন ভ্যান চালক। সে ঢাকায় ভ্যান চালাত। বাড়ির মালিক বোরহানের পরিবারের সকল সদস্যকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। বিস্ফোরণে সময় আরও দুইজন আহত হয়।
[caption id="attachment_273646" align="aligncenter" width="700"]