উলিপুরে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষিত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩১ মার্চ ২০২১, ০৬:৪৭ পিএম

গ্রেপ্তারকৃত মহুবর রহমান
উলিপুর প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর এক শিশু শিক্ষার্থী (৮) ধর্ষনের শিকার হয়ে কুড়িগ্রাম আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের রামধন দাশপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে উলিপুর থানায় মামলা দায়ের করলে তদন্তকারী কর্মকর্তা রাতেই অভিযান চালিয়ে মহুবর রহমান (৫০) কে গ্রেপ্রতার করে। মহুবর রহমান ওই গ্রামের মনির উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা যায় , মঙ্গলবার দুপুরের কিছু আগে শিশুটির স্কুল না থাকার সুবাদে পরিবারের কথামতো তার এক বান্ধবীসহ তাদের বাড়ির পাশেই পরিত্যক্ত জমিতে গরুর জন্য ঘাস সংগ্রহ করতে গেলে মহুবর রহমান শিশুটিকে ধর্ষন করে। এ ঘটনায় প্রতিবেশীদের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ অবস্থায় শিশুটি অসুস্থ হলে তাকে দ্রুত কুড়িগ্রাম আধুনিক হাসপাতালে ভর্তি করায়। আজ শিশুটির ডাক্তারের দেওয়া পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে চিকিৎসকদের একটি সূত্র নিশ্চিত করেন।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা উলিপুর থানার এসআই হারিছুর রহমান প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আদালত শিশুটির জবানবন্দি রেকর্ড করেছেন। আদালতে আটক মহুবরের স্বীকারোক্তিমূলক জবানবন্দী গ্রহণের প্রক্রিয়া চলছে।