অতিরিক্ত যাত্রী ও ভাড়া আদায়ে গণপরিবহনে ভ্রাম্যমান আদালত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২১, ০৮:০৭ পিএম


সরকারি নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যমান আদালত
মানিকগঞ্জের শিবালয়ে সরকারি নির্দেশনা উপেক্ষা করে গনপরিবহনে অতিরিক্ত যাত্রী বহন, হ্যান্ড সেনিটাইজার ও মাস্ক পরিধান না করা এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে ঢাকা -আরিচা মহাসড়কে উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম রুহুল ও আমিন রিমন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারাশিদ বিন এনাম এ অভিযান পরিচালনা করেন।
এ সময় শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ ইকবাল, বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
সরকারি নির্দেশনা অমান্য করায় ছোট বড় মোট ৩৪ টি পরিবহনকে অর্থদন্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাংবাদিকদের জানান, মাস্ক পরিধান বাধ্যতামূলক, গণপরিবহনে অর্ধেক যাত্রী বহন নিশ্চিত করণ এবং সরকার নির্ধারিত ভাড়া যথাযথভাবে আদায় করা হচ্ছে কিনা- এ বিষয়ে তাদের চলমান অভিযান অব্যাহত থাকবে।