×

সারাদেশ

সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে 'জিন-এক্সপার্ট' দিয়ে করোনা পরীক্ষা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২১, ১১:০২ পিএম

সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে 'জিন-এক্সপার্ট' দিয়ে করোনা পরীক্ষা

সাতকানিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে ল্যাবের উদ্বোধন করা হয়েছে

   

সাতকানিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে ল্যাবের উদ্বোধন করা হয়েছে। ফলে স্বাস্থ্যখাতে উপজেলা হিসাবে আরও একধাপ এগিয়ে গেল। দ্রুত যক্ষ্মা শনাক্ত করার যন্ত্র ‘জিন-এক্সপার্ট’ দিয়ে করোনাভাইরাসের সংক্রমণ পরীক্ষাও করা হবে। কার্টিজের সরবরাহ পেলেই তারা পরীক্ষা শুরু করবেন।

মঙ্গলবার (৬ এপ্রিল) বেলা ১২টায় অত্যাধুনিক এক্স-রে মেশিন, জীন এক্সপার্ট যন্ত্র স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনে স্থাপনের কার্যক্রম উদ্বোধন করা হয়।

 এ উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল মজিদ ওসমানীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব। বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-বশিরুল ইসলাম, সাতকানিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দীন হাসান চৌধুরী। এময় অন্যদের মধ্যে বক্তব্য দেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক মো. নাছির উদ্দিন, সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মনজুর মোর্শেদ প্রমুখ।

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল মজিদ ওসমানী বলেন, স্বল্প সময়ে অধিকসংখ্যক পরীক্ষার জন্য জিন-এক্সপার্ট মেশিনটি খুবই কার্যকর। এ পরীক্ষা ক্লিনিক্যাল মূল্যায়নে করোনাভাইরাস পজিটিভ ও নেগেটিভ রোগীর ক্ষেত্রে প্রায় শতভাগ সাফল্য পেয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তা বলেন, চাহিদা অনুযায়ী কার্টিজের সরবরাহ নিশ্চিত হলে হাতের কাছেই নমুনা পরীক্ষার দ্বার খুলে যাবে। এতে সাতকানিয়ায় হবে করোনাভাইরাস সংক্রমণের পরীক্ষা। চট্টগ্রাম ও কক্সবাজার শহরে নমুনা পাঠিয়ে অপেক্ষা করতে হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App