তাড়াইলে করোনার টিকা কার্যক্রম পরিদর্শনে এমপি চুন্নু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২১, ০৭:৩২ পিএম

অ্যাডভোকেট মো. মুজিবুল হক চুন্নু। ফাইল ছবি
কিশোরগঞ্জের তাড়াইলে কোভিড-১৯ এর প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা প্রদানের কার্যক্রম পরিদর্শন করেছেন সাবেক প্রতিমন্ত্রী, জাতীয় পার্টির কো- চেয়ারম্যান কিশোরগঞ্জ -৩ (তাড়াইল- করিমগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো.মুজিবুল হক চুন্নু।
জানা গেছে, শনিবার (১০ এপ্রিল) দুপুরে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ এর প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা প্রদানের কার্যক্রম পরিদর্শন করেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. মুজিবুল হক চুন্নু (এমপি)। এ সময় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল ডাক্তারদেরকে স্বাস্থ্যসেবা সুরক্ষার জন্য দিক নির্দেশনা মূলক পরামর্শ দেন।পাশাপাশি তিনি বলেন, আমরা সবাই যদি সরকারি নির্দেশ মেনে চলি তাহলে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলা করতে সক্ষম হবো।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের টিকা কার্যক্রম পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন, নির্বাহী অফিসার মো. তারেক মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. আলমাছ হোসেন, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নু এমপি'র রাজনৈতিক সমন্বয়কারী, বাংলাদেশ আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মো. আমিরুল ইসলাম খান বাবলু, তাড়াইল থানার অফিসার ইনচার্জ মো. মুজিবুর রহমান, জাতীয় যুব সমাজ তাড়াইল শাখার সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম রুবেল, জাতীয় ছাত্র সমাজ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. রাজু সিকদারসহ উপজেলা আওয়ামীলীগ ও জাতীয় পার্টির নেতারা।