×

সারাদেশ

বাউফলে সংঘর্ষে ২৭ জন আহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২১, ০৭:২৮ পিএম

বাউফলে সংঘর্ষে ২৭ জন আহত

বাউফলে তুচ্ছ ঘটনাকে কেদ্র করে একই গ্রামের দুই পক্ষের পাল্লাপাল্টি সংঘর্ষে ২৭ জন আহত হয়েছে। ছবি: ভোরের কাগজ

   
পটুয়াখালীর বাউফলে তুচ্ছ ঘটনাকে কেদ্র করে একই গ্রামের দুই পক্ষের পাল্লাপাল্টি সংঘর্ষে ২৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১৭ জনকে বাউফল হাসপাতাল এবং ৩ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল ১০টার দিকে চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর মিয়াজান গ্রামের ইবতেদায়ী মাদ্রাসার দক্ষিণ পার্শ্বে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, চন্দ্রদ্বীপ  ইউনিয়নের সালাম হাওলাদারের ছেলে নাজমুল হাওলাদার করোনা উপলক্ষে সরকারের দেওয়া ৩০ কেজি চাল আনার জন্য যাচ্ছিল। পথিমধ্যে ফোরকান দর্জির ছেলে হাসান দর্জি নাজমুলের গায়ে বাই সাইকল উঠিয় দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে তর্কাতর্কি হয়। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে দুই পক্ষের লোকজন লাঠিসোটা ও লোহার পাইপ নিয়ে এসে সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের কালু হাওলাদার, আকলিমা, লাইজু বেগম, কামাল হাওলাদার, সালাম হাওলাদার, কালাম হাওলাদার, তাছলিমা, জিয়াউর রহমান, সাইুফুল হাওলাদার, ইউসুফ মৃধা, সোহেল, ইদ্রিস ও নাসির সহ ১৭ জন আহত হয়। ওই সময় সালাম হাওলাদারের বাড়িতে হামলা চালিয়ে তিনটি ঘরে নারকীয় তান্ডব করে ভাংঙচুর ও লুটপাট চালায়। আহতদের মধ্যে কালু হাওলাদার, আকলিমা ও জিয়াউর রহমানকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাউফল থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, চন্দ্রদ্বীপের ঘটনায় এখনো পর্যন্ত কোন পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে কনকদিয়া এলাকার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App