পুলিশ পরিচয়ে যৌন নিপীড়ন: ৩ বখাটে গ্রেপ্তার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ জুন ২০২১, ০৬:০৪ পিএম

আটককৃত মো. ইমদাদুল হক মিরাজ, মিরাজ মাহমুদ, জনি চন্দ্র দে। ছবি: ভোরের কাগজ
ফেনীর দাগনভূঞায় পুলিশ পরিচয় দিয়ে বড় ভাইয়ের সামনে থেকে ছোট বোনকে তুলে নিয়ে যৌন নিপীড়নের ঘটনায় ৩ বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, মো. ইমদাদুল হক মিরাজ, মিরাজ মাহমুদ, জনি চন্দ্র দে। গত ২৩ জুন স্থানীয় সস্তা বাজার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কিশোরী (১৫) স্থানীয় একটি মাদ্রাসার ৮ম শ্রেণীর শিক্ষার্থী।
এরআগে ভুক্তভোগী কিশোরীর মা মারজাহান বেগম বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে বাদী হয়ে ৫জনকে আসামি করে দাগনভূঞা থানায় মামলা দায়ের করেন। তিনি জানান, ২৩ জুন সন্ধ্যায় আমার বড় ছেলেসহ আমার মেয়ে স্থানীয় সস্তা বাজার মার্কেট থেকে বের হওয়ার সময় বখাটেরা পুলিশ পরিচয় দিয়ে তুলে নিয়ে তার ওপর যৌন নিপীড়ন চালায়।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) প্রার্থ প্রতিম দেব জানান, মামলা রুজু হওয়ার পর পরই ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে ধৃতদের ফেনী আদালতে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত বাকীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত আছে।