জুড়ীতে টিলা কাটায় এসিল্যান্ডের ৫০ হাজার টাকা জরিমানা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৮ জুলাই ২০২১, ১১:০৯ পিএম

বুধবার উপজেলার বাছিরপুর এলাকায় টিলা কর্তনকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ছবি: ভোরের কাগজ
মৌলভীবাজারের জুড়ীতে টিলা কাটার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে ৫০,০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। বুধবার (৭ জুলাই) উপজেলার বাছিরপুর এলাকায় টিলা কর্তনকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, টিলা কর্তনের অপরাধে উপজেলার বিছিরপুর গ্রামের একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ (চ) ধারা লঙ্ঘনের দায়ে উক্ত আইনের ১৫ (১) ধারা মোতাবেক ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান। বর্ণিত অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযানকালে জুড়ী থানার পুলিশের একটি দল সহায়তা করেন।
সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান টিলা কাটার দায়ে জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা বাসিরপুর গ্রামে টিলা কাটা খবর পেয়ে অভিযান চালাই। টিলা কেটে পরিবেশের ক্ষতি সাধনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।