সিআরবি রক্ষায় অক্সিজেন সিলিন্ডার হাতেই অবস্থান কর্মসূচি!

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩১ জুলাই ২০২১, ০৪:৫০ পিএম

সিআরবি রক্ষায় অবস্থান কর্মসূচি সাংবাদিক নাসিরুদ্দিনের
চট্টগ্রামের 'ফুসফুস' সিআরবি'র প্রাণ-প্রকৃতি রক্ষায় মাঠে নেমেছেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক নাসিরুদ্দিন চৌধুরী।
শনিবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে অক্সিজেন সিলিন্ডার নিয়ে, মুখে অক্সিজেন মাস্ক পড়ে একাই সিআরবির সাত রাস্তার অবস্থান নেন তিনি।
এ সময় হ্যান্ডমাইকে সিআরবি ইতিহাস ঐতিহ্য নিয়ে দীর্ঘক্ষণ বক্তব্য রাখেন তিনি। এ সময় সিআরবি থেকে হাসপাতাল নির্মাণ প্রকল্প সরিয়ে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছেন চট্টগ্রামের বর্ষীয়ান এই সাংবাদিক। করোনা থেকে মুক্ত হয়েছেন সবেমাত্র। কিন্তু সিআরবিতে হাসপাতাল প্রকল্প বাস্তবায়নে তোড়জোড় শুরু হলে ঘরে বসে থাকতে পারেননি। মুখে মাস্ক পড়ে, সঙ্গে অক্সিজেন সিলিন্ডার নিয়ে প্রতিবাদে ফেটে পড়েন তিনি।