×

সারাদেশ

খাদ্য ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে নানা কার্যক্রম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২১, ০৫:১০ পিএম

খাদ্য ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে নানা কার্যক্রম

নওগাঁ জেলার সাপাহার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

   
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, খাদ্য ব্যবস্থাপনাকে বাস্তবমুখী ও শক্তিশালী করতে নানা কার্যক্রম হাতে নেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ জেলার সাপাহার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানের এক পর্যায়ে তিনি দুঃস্থদের নগদ অর্থ বিতরণও করেন। তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা দেশনেত্রী শেখ হাসিনা দেশ, দেশের মানুষকে সন্তানের মত ভালবেসে তার স্বর্গীয় পিতার মত নিরলসভাবে কাজ করছেন। করোনাকে মোকাবেলা করে দেশের প্রতিটি সেক্টরকে সচল রাখতে পেরেছি। এর ফলে করোনাকালেও বাংলাদেশে অর্থনৈতিক চাকা যেমন সচল ছিল এখনও সচল রয়েছে। এছাড়া ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত আত্মনির্ভরশীল উন্নত সমৃদ্ধ দেশ গড়া এখন বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে খাদ্য ব্যবস্থাপনাকে বাস্তবমুখী ও শক্তিশালী করতে নানা কার্যক্রম হাতে নেয়া হয়েছে। সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তার আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার সাপাহার সার্কেল বিনয় কুমার প্রমুখ। এর আগে প্রধান অতিথি জবই বিলে ২ লাখ টাকার ৭৪১কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন এবং উপজেলা পরিষদে এসে উপজেলার ৬টি কিশোর কিশোরী ক্লাবে বিভিন্ন ধরনের বাদ্য যন্ত্র প্রদান, অসহায় ১০ জন দুঃস্থ শিল্পীদের মাঝে ২ হাজার ৫০০ টাকা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ্য দুস্থ ৬০ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনা প্রদান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেড় হাজার ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App