বাবুগঞ্জে প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্পের ঘর পরিদর্শন করেন এমপি টিপু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪৯ পিএম

বাবুগঞ্জে আশ্রায়ন প্রকল্পের ঘর পরিদর্শন করার সময় গোলাম কিবরিয়া টিপু
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্প-২ এর আওতায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মাণাধীন ঘর পরিদর্শন করেন বাবুগঞ্জ-মুলাদী-৩ আসনের সাংসদ গোলাম কিবরিয়া টিপু। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার রাজকর এলাকায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মাণাধীন ঘর পরিদর্শন করেন তিনি।
এ সময় টিপু বলেন, প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্পের ঘর নির্মাণে দেশের বিভিন্ন এলাকায় অনিয়মের কথা শোনা গেলেও বাবুগঞ্জে কোন অনিয়মের অভিযোগ আসেনি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মকিতুর রহমান কিসলু, যুগ্ম আহবায়ক ওমর ফারুখ বাবুল আকন, সেলিম হোসেন স্বপন।