শোয়েবের প্রিয় অধিনায়ক গাঙ্গুলি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ জুন ২০২০, ০৩:৩৮ পিএম

সৌরভ গাঙ্গুলী ও শোয়েব আক্তার/ফাইল ছবি
ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমানে বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলীকে নিজের প্রিয় অধিনায়ক হিসেবে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি পেসার শোয়েব আক্তার। বাঙালি ছেলে গাঙ্গুলীর অধিনায়কত্বের দক্ষতা ও ক্রিকেট মাঠে ভীতিহীন আচরণের কারণেই তাকে নিজের প্রিয় অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন শোয়েব।
এ ব্যাপারে হেলো অ্যাপের সঙ্গে শোয়েব বলেন, ‘যদি ভারতের দিকে দেখি, তাহলে গাঙ্গুলী আমার প্রিয় অধিনায়ক। ওর চেয়ে ভালো অধিনায়ক ভারতে আর নেই। ধোনি অধিনায়ক হিসেবে দারুণ এটি বলতে হবে। তবে ৯০ এর দশকে আমি ভারতকে আমাদের বিপক্ষে জেতার মতো দল হিসেবে দেখিনি। কিন্তু সৌরভ যখন অধিনায়ক হলো তখন আমি সত্যি ওদের দলে পরিবর্তন দেখলাম। আর আমি বুঝলাম যে পাকিস্তানকে হারানোর মতো দল এখন ওরা। আর ওরা তাই করলো।
তিনি বলেন, আসলে গাঙ্গুলী এই পরিবর্তনটা এনেছিল। বাঙালিরা আসলে সত্যি সাহসী। তারা সামনে থেকে নেতৃত্ব দিতে পারে। আর এজন্য বাঙালিদের আমি ভালোবাসি। অনেকে মনে করে যে, সৌরভ আমার বল খেলতে ভয় পেত। আসলে কিন্তু তা নয়। আমার মতে আমি যতো জনের বিপক্ষে খেলেছি তার মধ্যে ও সবচেয়ে সাহসী ছিল। আমি বেশ কয়েকবার বল ওর গায়ে মারতে চেয়েছি। কিন্তু তবুও সে যখনই আমাদের বিপক্ষে খেলেছে তখনই ওপেনার হিসেবে নেমেছে। সে ছিল ভারতের সাহসী অধিনায়ক।’